Spread the love


গরমকালে ত্বকের যত্নে সেরা ৫ টি টিপস – 5 Best Summer Skin Care
Tips

IMG_20210920_014005 গরমকালে ত্বকের যত্নে সেরা ৫ টি টিপস - 5 Best Summer Skin Care Tips

গরমকালে ত্বকের যত্ন নেওয়ার উপায়

গরমকালে আমাদের ত্বকের যত্ন কিভাবে নেব আসুন জেনে নেই ঘরে বসেই ত্বকের যত্ন
নিন। আপনারা কি জানেন গরমকালে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। ত্বকের রুক্ষ ও
শুষ্কভাব, চুলকানি ,ঘামাচি, কালো ছোপ , ব্রণ প্রবলেম প্রভৃতি আমাদের ত্বকে দেখা
দেয়। আমাদের শরীরের অন্যতম সৌন্দর্য হলো ত্বক তাই আমাদের খেয়াল রাখতে হবে
আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং সৌন্দর্য যাতে হারিয়ে না যায়।
চলুন দেখে নেওয়া যাক সহজ কিছু উপায় এর মাধ্যমে ঘরে বসে ত্বকের যত্ন কিভাবে
নেব।
গরমে যেহেতু প্রচুর পরিমাণে খনিজ লবণ বের হয়ে আসে তাই আমাদের ত্বক একটু
তৈলাক্ত ভাব থাকে। এবার তৈলাক্ত ভাব কাটানোর জন্য আমাদের প্রথমে ভাল করে মুখ
ধুয়ে একটি পাকা টমেটো দিয়ে সম্পূর্ণ ফেস ম্যাসাজ করুন পনেরো-কুড়ি মিনিট পর
ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন মুখের সমস্ত থাকা নোংরা বেরিয়ে এসেছে এবং
ত্বক উজ্জ্বল করছে।

গরমে মুখের ত্বকের যত্ন


প্রতিদিন স্নানের আগে জলের সাথে অল্প করে নিমপাতার রস মিশিয়ে স্নান করুন, এটা
ভাইরাস দূর হওয়ার সাথে সাথে আপনার ত্বকের অনেক উপকারিতা করে ।চুলকানি এবং
এলার্জির হাত থেকে রক্ষা করে।

IMG_20210920_013953_1 গরমকালে ত্বকের যত্নে সেরা ৫ টি টিপস - 5 Best Summer Skin Care Tips
গরমকালে আমাদের প্রায়ই ব্রণের সমস্যা নিয়ে প্রবলেম হয় ।ব্রণের সমস্যা কাটাতে
আপনাকে মুলতানি মাটির সঙ্গে কিছু পরিমাণ টকদই মিশিয়ে একটি প্যাক বানিয়ে মুখে
মাসাজ করুন, ২০/২৫ মিনিট রাখার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন
সপ্তাহে দুদিন এটা ব্যবহার করার পর আপনার ব্রণের সমস্যা ধীরে ধীরে কেটে গেছে।

গরমে মেয়েদের ত্বকের যত্ন

গরমকালে আমাদের সবার আগে আমাদের ত্বক কে ঠান্ডা রাখতে হবে। ব্যবহার করুন
তরমুজের রস কিছুটা পরিমাণ গাজরের রস এবং এক চামচ লেবু এগুলো উপকরণ দিয়ে একটি
প্যাক বানিয়ে মুখে লাগান কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন অনেক ঠান্ডা ভাব অনুভব
করছে।।

IMG_20210920_013944 গরমকালে ত্বকের যত্নে সেরা ৫ টি টিপস - 5 Best Summer Skin Care Tips
এই ছোট ছোট টিপসগুলো যদি নিয়মিত ব্যবহার করেন, গরমকালে ত্বকের বিভিন্ন ধরনের
সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। এবং গরমকালে আপনার ত্বককে আরও বেশি
উজ্জ্বল নমনীয় সুন্দর করে ফুটিয়ে তুলবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *