Spread the love


চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায় – How To Remove Under Eye Dark
Circles

IMG_20210918_002052 চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায় - How To Remove Under Eye Dark Circles

চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

আমাদের মধ্যে অনেকেই আছে যার চোখের নিচে কালো দাগ রয়েছে। আমরা সবাই জানি চোখের
নিচে কালো দাগ আমাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এই নিয়ে অনেকেই চিন্তিত।
নিয়ম মেনে ছয়-সাত ঘণ্টা না ঘুমানো, দুশ্চিন্তা করা, রাতে ঘুম না হওয়া,
ঠিকমতো খাবার দাবার না করা, প্রভৃতি কারণে আমাদের চোখের নিচে কালো ছোপ পড়ে
যায় ,তবে আসুন আমরা জেনে নেই কয়েকটা সহজ পদ্ধতিতে চোখের নিচে কালো দাগ দূর
করার উপায়।।


১. রাতে ঘুমানোর আগে দুধের সর দিয়ে আপনি চোখের নিচে কিছুক্ষণ ধরে ম্যাসাজ করুন
এবং কুড়ি মিনিট পরে ধুয়ে ফেলুন ,দেখবেন আপনি দ্রুত
ফল পাচ্ছেন।

চোখের ডার্ক সার্কেল দূর করার উপায়

২. আলুর রস করে সেই রস তুলো দিয়ে বাইকটি নরম কাপড় এর সাহায্যে 10
মিনিট চোখের উপরে রেখে দিন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
IMG_20210918_002020 চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায় - How To Remove Under Eye Dark Circles
৩. টমেটো ও লেবুর রস প্রতিদিন চোখের আশপাশে মুছে নিন অন্তত দুবার।
দেখবেন কালো দাগ দূর হয়ে যাচ্ছে।।
৪. পুদিনা পাতা পেস্ট করে চোখের চারদিকে কিছুক্ষণ ধরে ম্যাসাজ করুন এতে কালো
দাগ দূর করার পাশাপাশি আপনার ক্লান্তি দূর করে দেবে।

মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

৫. অ্যালোভেরা জেল রাতে শোয়ার আগে তার সাথে কিছুটা পরিমাণ মধু নিয়ে চোখের
আশেপাশের ম্যাসাজ করুন এবং ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন এতে আপনার
কালোভাব দ্রুত সরে যাবে।।
IMG_20210918_002035 চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায় - How To Remove Under Eye Dark Circles

৬. কমলা লেবুর রস:কমলার লেবুর রসের সঙ্গে দুই ফোঁটা গ্লিসারিন মিশিয়ে
চোখের নিচে লাগান। এতে কালো দাগ দূর করার পাশাপাশি আরও উজ্জ্বল করে তোলে।


চোখের নিচের কালো দাগ সারানোর উপায়

৭: শসার রস: আমরা প্রত্যেকেই জানি শসার রস কতটা উপকারী। রাতে ঘুমানোর
আগে শসার রস দশ মিনিট ধরে চোখের ওপর লাগিয়ে রাখুন। এবং কিছুক্ষণ পর
ধুয়ে ফেলুন দেখবে যখন নিচের কালো দাগ দ্রুত হারিয়ে যাবে।
৮.ঠান্ডা টি ব্যাগ: ঠান্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ডার্ক সার্কেল অনেক
কমে যায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *