Spread the love


ঘরোয়া পদ্ধতিতে দ্রুত ফর্সা হওয়ার উপায় – Fairness Tips In
Bengali

IMG_20210917_235224 ঘরোয়া পদ্ধতিতে দ্রুত ফর্সা হওয়ার উপায় - Fairness Tips In Bengali

ফর্সা হওয়ার উপায়

গায়ের রং উজ্জ্বল হলেও ধীরে ধীরে আমাদের অযত্নের কারণে আমাদের গায়ের রং মলিন
হয়ে যায় তাই ঘরে বসে বিনা খরচে আসুন আমরা জেনে নেই ফর্সা হওয়ার এবং
উজ্জ্বলতা ফিরে পাওয়ার উপায়।


রাতারাতি ফর্সা হওয়ার ঘরোয়া উপায়

১. টমেটো তে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন নাম একটি উপাদান যা আমাদের ত্বকে
সমস্ত তাকে সরিয়ে দেয় এবং মৃত কোষ এর স্তর কে নষ্ট করে দেয়।১/২ টি বড় আকারে
টমেটো নিয়ে তার থেকে রস বের করে এবং দুই চামচ লেবুর রস নিয়ে একটি প্যাক
বানিয়ে ফেলুন। এবং সেটি কুড়ি মিনিট ধরে মুখে লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে
জল দিয়ে ধুয়ে ফেলুন এতে মুখের কালো ভাব দূর করে ফর্সা করে দেয় এবং উজ্জ্বলতা
বাড়িয়ে দেয়।
IMG_20210917_235237 ঘরোয়া পদ্ধতিতে দ্রুত ফর্সা হওয়ার উপায় - Fairness Tips In Bengali
২. টকদই: পরিমান মত অল্প দই এর সাথে কিছুটা পরিমান লেবুর রস মিশিয়ে
মুখে লাগান , কিছুক্ষন রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।লেবুর রস এবং দইয়ে
মিশ্রণে উপস্থিত ভিটামিন-সি ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে।। ফর্সা ত্বক পেতে এই ঘরোয়া পদ্ধতি টি খুব কাজে লাগে।

স্থায়ীভাবে ফর্সা হওয়ার উপায়

৩. দুধ ও কলার মিশ্রণ: একটি কলা নিয়ে সেটিকে ভালো করে পেস্ট করে এক কাপ
দুধ এর সাহায্যে একটি প্যাক বানিয়ে ফেলুন রাতে শোবার আগে এই প্যাকটি দিয়ে
কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখুন এরপর 10 মিনিট পরে ধুয়ে ফেলুন দেখবেন ফর্সা ত্বক
পেতে আপনার খুব বেশী দেরি করতে হবে না।।

শীতে ফর্সা হওয়ার উপায়

৪.ডাবের জল: ডাবের জল দিয়ে মুখ ধুলে আপনার ত্বক ফর্সা হতে একেবারে
সময়ই লাগে না। শুধু তাই নয়, মুখের নানাবিধ দাগ মেটাতেও এই ঘরোয়া পদ্ধতিটি
দারুণ কাজে আসে।।
IMG_20210917_235247 ঘরোয়া পদ্ধতিতে দ্রুত ফর্সা হওয়ার উপায় - Fairness Tips In Bengali
উপরের টিপসগুলো ফলো করলে আপনি সহজেই পেয়ে যাবেন ঘরে বসে ফর্সা ত্বক ।।এবং
উজ্জ্বল ত্বক ।।তবে দেরি না করে আজ থেকে শুরু করে দিন টিপসগুলো ফলো করে ফেলুন।।
আরো পড়ুন,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *