Spread the love


ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ঘরোয়া কিছু পদ্ধতি – Best Home Remedies To
Increase Skin Radiance

IMG_20210917_230419 ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ঘরোয়া কিছু পদ্ধতি - Best Home Remedies To Increase Skin Radiance

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

উজ্জল ত্বক আমরা সবাই পেতে চাই।এর জন্য আমরা বাজার থেকে প্রোডাক্ট কিনে এনে
আমাদের ত্বকে ব্যবহার করি। কিন্তু আপনারা কি জানেন বাজারে কেনা
প্রোডাক্টগুলো আমাদের ত্বককে নষ্ট করে দেয়। ত্বকের অনেক ক্ষতি গ্রস্থ করে।
বাজারে কেনা প্রোডাক্ট গুলোর মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে যা আমাদের নরম
ত্বককে রুক্ষ এবং ত্বকে নানা রকম ক্ষতি করে। তবে আমরা বাড়িতে বসেই
ঘরোয়া পদ্ধতিতে ত্বক কে উজ্জ্বল করতে পারি আসুন জেনে নেই আমরা।।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ঘরোয়া উপায়


টকদই: আমরা প্রত্যেকেই জানি টকদই আমাদের ত্বকের জন্যে কতটা উপকারিতা।
টকদই এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য
করে। টকদই এর সাথে একটু মধু মিশিয়ে নিতে পারেন এতে ত্বকের ট্যান ভাব দূর হয়ে
যায়।
কমলালেবু: ত্বকের জন্যে কমলালেবুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারন
কমলালেবুর মধ্যে ভিটামিন c থাকে যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। কমলালেবুর
খোসা গুলো গুঁড়ো করে টকদই এর সাথে মিশিয়ে মুখে লাগালে ত্বক কোমল হয়।।

সুন্দর ত্বকের জন্য করণীয়

IMG_20210917_230407 ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ঘরোয়া কিছু পদ্ধতি - Best Home Remedies To Increase Skin Radiance

মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়

মধু-প্রাচীনকাল থেকে মধুর ব্যাবহার হয়ে আসছে। মধু আমাদের ত্বকের
জন্যে শরীর এর জন্যে খুব উপকারী। এক চামচ মধুর সাথে ৩ চামচ দুধ মিশিয়ে মুখে
লাগান কিছুক্ষণ রেখে ঠাণ্ডা জল এ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি
পাবে। এবং ত্বকে অন্যান্য দাগ দূর করবে।

পেঁপে: আমরা পজানি পেঁপে খাওয়ায় উপকারিতা। কিন্তু খাওয়ায় সাথে পেঁপে
আমাদের ত্বকের জন্যে কাজে লাগে।যেকোনো সমস্যা বিশেষত ট্যানের সমস্যার ক্ষেত্রে
বেশ কার্যকরী এই পেঁপে।। পেঁপের শাঁস বেটে পেস্ট করে মুখে লাগিয়ে অল্প সময়
রাখুন তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।২/৩ দিনে দেখতে পারবেন এর উপকারী।

শসা: শসা আমদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তরতাজা একটা শসা কেটে
চোখের নীচে লাগিয়ে রাখুন দেখবেন চোখের নীচের কালো দাগ দূর হয়ে গেছে।।

মুখে গ্লো আনার উপায়

গোলাপ জল: গোপাল জল আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বক কে মসৃণ করে।
প্রতিদিন গোপাল জল দিয়ে মুখ ধুলে ত্বকের রঙ শুধু ফর্সা না এক হালকা গোলাপি
বর্ণ ধারন করে।
IMG_20210917_230358 ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ঘরোয়া কিছু পদ্ধতি - Best Home Remedies To Increase Skin Radiance
তাহলে জেনে নিলেন তো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আপনি আপনার ত্বক কে সুন্দর এবং
উজ্জ্বলতা করতে পারেন। তবে আর দেরি করবেন না আজ থেকেই শুরুকরুন এই টিপস্
গুলো।।।
আর পড়ুন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *