Spread the love

রাখি বন্ধন কি এবং কেন পালন করা হয়| রাখি বন্ধন নিয়ে কিছু কথা


রাখীবন্ধন উৎসব বা রাখীপূর্ণিমা বাঙালি হোক কিংবা নন বেঙ্গলি সবারি একটি আবেগ অনুভূতির উৎসব….. এবং এটি দক্ষিণ এশিয়ার একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব।হিন্দু ,মুসলিম , জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে ,,,এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক…!!


IMG_20230828_222746-1693241876225 রাখি বন্ধন কি এবং কেন পালন করা হয় || রাখি বন্ধন নিয়ে কিছু কথা

রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয়

Raksha Bandhan রাখী বন্ধন কি? রাখী বন্ধন (Raksha Bandhan) ভারতের একটি জনপ্রিয় উৎসব। এই উৎসব হলো ভাই ও বোনের উৎসব।

রাখি বন্ধন উৎসব হিন্দু ধর্ম, জৈন ধর্ম ও শিখ সম্প্রদায়ের মধ্যে পালন করা হয়। ইসলাম ধর্মের অনেক ভাই-বোন এই উৎসব পালন করে থাকে।

রাখি বন্ধন উৎসব প্রথম কবে পালিত হয়

রাখি বন্ধন উৎসব কে চালু করেন

রাখি বন্ধন উৎসব চালু বা প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই-বোনকে আহ্বান করেছিলেন রাখি বন্ধন উৎসব পালন করার জন্য।

রাখি বন্ধন উৎসব কে প্রচলন করেন

রাখি বন্ধন উৎসবের পৌরাণিক কাহিনী

রাখি বন্ধন উৎসবের উৎপত্তি খুঁজতে গিয়ে মহাভারতের কাহিনী সম্পর্কে জানতে পারি। মহাভারতে বর্ণিত, এক যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। পরবর্তীতে কৌরব পক্ষ কতৃক দ্রৌপদীর বস্ত্রহরণকালে শ্রীকৃষ্ণ দৌপদী সম্মান রক্ষা করে ..!!দ্রৌপদীর বস্ত্রহরণ এর সময় কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে তার প্রতিদান দেয়।


IMG_20230828_222727-1693241876755 রাখি বন্ধন কি এবং কেন পালন করা হয় || রাখি বন্ধন নিয়ে কিছু কথা

রাখি বন্ধন উৎসব রচনা

শ্রাবণ মাসে হিন্দু ভাইবোনদের মধ্যে রাখী বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু-মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখী বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। পূর্ণিমার দিনে রাখি বন্ধন পালিত হয়। চন্দ্র মনের কারক গ্রহ। এদিন চন্দ্রের পুজো করলে মন শান্ত হয় এবং মানসিক শান্তি পাওয়া যায়।


ভাইকে নজরদোষ থেকে বাঁচানোর উপায় করতে পারে বোনেরা। এর জন্য একটি ফিটকিরি নিয়ে সাত বার ভাইয়ের মাথায় ঘুরিয়ে উনুনে পুড়িয়ে দিন। কোষ্ঠিতে চন্দ্র দোষ থাকলে শ্রাবণ পূর্ণিমার দিনে চন্দ্রের পুজো করা শুভ।

Read More,
Tags – Rakhi Bandhan, Raksha Bandhan

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *