Spread the love

Benefits Of Yogurt For Skin : তৈলাক্ত ত্বকের যত্নে টক দই

Benefits of yogurt for skin glow : আমাদের শরীরের জন্য টক দই খাওয়া উপকারী,,প্রতিদিন এক বাটি টক দই খেলে শারীরিক অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জানেন কি দই ত্বকের জন্যেও খুব কার্যকরী। কালো দাগ, বার্ধক্যের লক্ষণ দূর করতে টক দই ব্যবহার হয়…. দইয়ের সঙ্গে লেবুর রস, টমেটোর রস এবং অন্যান্য প্রাকৃতিক জিনিস যোগ করতে পারেন।


IMG_20230827_204911-1693149560907 Benefits of yogurt for skin : তৈলাক্ত ত্বকের যত্নে টক দই

Benefits of eating yogurt for skin and hair

টক দই ত্বকে কী কী উপকার করে?

প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে

প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে

মুখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে

ত্বকের টানটান ভাব ধরে রাখতে সাহায্য করে

সানবার্ন কমায়

ত্বকের কালো দাগ-ছোপ ওঠাতে সাহায্য করে

Eating yogurt for skin whitening

* দই ফেসপ্যাক হিসাবে লাগালে মুখে উজ্জ্বলতা আসে। দই লাগালে মরা চামড়া পরিষ্কার হয় এবং মুখ উজ্জ্বল হয়।


* আপনার মুখে যদি অনেক বেশি দাগ থাকে, তাহলে দইয়ের ব্যবহার আপনার জন্য খুবই উপকারী হবে। এতে উপস্থিত প্রোটিন ত্বকের রং উন্নত করতে সহায়ক। দইয়ের প্যাক মুখে কিছুক্ষণ রেখে দিন।

Eating yogurt for skin whitening

বয়স বাড়ার সাথে সাথে ক্রমাগত মেকআপ ব্যবহার করলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে । এক্ষেত্রে ত্বকের উজ্জলতা ফিরিয়ে আনার জন্য দই দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নিতে পারেন। দই এর সাথে মধু ও টমেটোর পেস্ট মিশিয়ে নিন ভালো করে। তারপর অ্যাপ্লাই করুন..!!


টক দই মুখে মাখার নিয়ম


টক দই ও বেসনের ফেসপ্যাক

একটি পাত্র নিন। তাতে এক টেবিল চামচ বেসন মেশান। এক টেবিল চামচ টক দই ও এক চিমটি হলুদ নিন এরপর মিশিয়ে দিন। সেটা মুখে ভালো করে লাগিয়ে নিন। এবার অপেক্ষা করুন ১০ মিনিট। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


আরোও পড়ুন,


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *