Spread the love

Instant glow face pack at home : উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক


দুর্গাপুজো চলেই এলো তার আগে নিজেকে ঠিঠাকমতো রাখতে এমন কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন চটজলদি ফেস প্যাক। এ ক্ষেত্রে পেঁপেকে কাজে লাগাতে পারেন…. এটি ভীষণ কার্যকর। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ফেসপ্যাকের বিকল্প নেই।


IMG_20230825_132230-1692949960037 Instant glow face pack at home : উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক

Coffee face pack for instant glow


চলুন জেনে নেওয়া যাক, কিভাবে ফেরাবেন প্রাকৃতিক উপাদানে ত্বকের উজ্জ্বলতা।


১/ মধু ও কলা

অর্ধেকটা কলা চটকে ১ টেবিল চামচ মধু মিশিয়ে লাগান ত্বকে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে উজ্জ্বল করতে ত্বক।


২/ মুলতানি মাটি ও ১ টেবিল চামচ মধুর সঙ্গে পরিমাণ মতো আলুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Instant glow face pack at home for glowing skin

৩/ পেঁপের মধ্যে থাকা পাপাইন খুব ভাল উৎসেচক। এ ছাড়া পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ। যার ফলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে খুব কাজে দেয় পেঁপের ফেস প্যাক (Papaya facepack)।


ফেস প্যাক বানানোর নিয়ম


তাই মুখে মিনিট ২০ পাকা পেঁপে (ripe papaya) মেখে রাখলে মুখ খুবই উজ্জ্বল হয়। পেঁপের সঙ্গে শশা মিশিয়ে পেস্ট করে মাখলে খুব উপকার পাওয়া যায়।

Instant glow face pack at home for dry skin

৪/ তিন চামচ ওটসের (oats) সঙ্গে পাকা পেঁপে আর একটু দই (yoghurt) মিশিয়ে সপ্তাহে দু তিন বার ব্যবহার করা যেতে পারে। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে। তাহলে ত্বক উজ্জ্বল হবে, ট্যান দূর হবে।


Instant glow face pack at home for oily skin


৫/ বেসন ও দই

২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ টক দই, ১ চিমটি হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।


ত্বক উজ্জ্বল করার ফেসপ্যাক


৬/ টক দই ও লেবু

২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝকে হয়ে গেছে।।


Read More,

Rice Flour Face Pack : চালের গুড়ার ফেসপ্যাক তৈলাক্ত ত্বকের জন্য


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *