Spread the love

How To Cure Dandruff Permanently : শীতকালে আমাদের মধ্যে অনেকেই খুশকির সমস্যায় ভোগেন। তার জন্য নানা টোটকাও কাজে লাগিয়ে থাকেন। কিনতু কোনোটাই কাজে দেয়না….

আসলে খুশকির সমস্যা হয় স্ক্যাল্পে। তাই স্ক্যাল্পের সঠিক যত্ন নিতে না পারলে বা পরিষ্কার রাখতে না পারলে খুশকির সমস্যা(Dandruff Problem) বাড়ে। তাই সব সময় স্ক্যাল্পের যত্ন নেওয়া প্রয়োজন। আজকের আর্টিকেলটি আপনার জন্য কাজে আসতে চলেছে,, মন দিয়ে পড়ুন —

খুসকি তাড়ানোর উপায়

শীতকালে ত্বক অত্যন্ত রুক্ষ হয়ে ওঠে। বাতাসে আর্দ্রতা কম থাকায় স্ক্যাল্পও রুক্ষ ও শুষ্ক হয়। সেই সময়ে খুশকির সমস্যা বাড়ে।

আপনার স্ক্যাল্প অপরিষ্কার থাকলে খুশকির সমস্যা বাড়ে। তাই সব সময় স্ক্যাল্প পরিষ্কার রাখা উচিত। আপনার ব্যবহার করা কোনও হেয়ার প্রোডাক্টে আপনি যদি অ্যালার্জিক হন, তবে তা থেকেও এই খুশকি বাড়তে পারে।

খুশকি দূর করার উপায় জেনে নিন

স্ক্যাল্পে কোনও ফাঙ্গাল ইনফেকশন হলে খুশকি হতে পারে। এরকম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নাহলে এই সমস্যা বাড়বে।

এবার দেখে নিন খুশকি দূর করার উপায়

:১/ খুসকি দূর করতে, প্রথমে একটি ডিম নিন,, তার সঙ্গে এক চামচ টক দই এবারে দুটি মিশ্রণ ভালো ভাবে স্কাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। খেয়াল রাখবেন, শ্যাম্পু ভালো করে না করলে চুল থেকে ডিমের গন্ধ বেরোতে পারে।

২/ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাথার ত্বকে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

চিরতরে খুশকি দূর করার উপায়

৩/ প্রথমে কিছু নিমপাতা নিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট স্কাল্পে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে নিন। আপনারা চাইলে নিম পাতার সঙ্গে লেবুও দিতে পারেন।।

৪/ মেথি বীজ এবং লেবুর রস:২ টেবিল চামচ মেথি বীজ একটি পাত্রে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে, ভেজানো মেথি বীজ থেকে একটি ঘন পেস্ট তৈরি করুন।

মাথা ভর্তি খুশকি দূর হবে মাত্র ৭ দিনেই, দূর হবে, জানুন উপায়

এই মিশ্রণে এক টেবিল চামচ লেবুর রস যোগ করুন এবং আপনার মাথার ত্বক এবং চুলে লাগান। ২০ মিনিট পরে, আপনার পছন্দ মতো হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৫/ দু চামচ নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্কাল্পে হালকা হাতে ভালো করে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে চুল ভালো করে ধুয়ে নিন।

উপরের দাওয়া টিপস্ গুলো ফলো করুন কথা দিচ্ছি আপনার খুসকির সমস্যা মিটে যাবে।।

ধন্যবাদ ভালো থাকুন

সঙ্গে থাকুন “””!!

আরোও পড়ুন,

Best Anti Dandruff Shampoo In India : শীত শুরু না হতেই খুশকির সমস্যায় ভুগছেন? দেখে নিন এর সমাধান

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *