Spread the love

Skin Care Routine For Oily Skin At Home| গরমে তৈলাক্ত ত্বকের যত্ন


রূপের সৌন্দর্য্য বজায় রাখার জন্য আমরা সবাই ত্বকের যত্ন করি,,, তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে একাধিক ত্বকের সমস্যা দেখা যায়। যেমন ব্রণ, ফুসকুড়ি, মুখে অতিরিক্ত তেল, আরও অনেক কিছু। তাই তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে কিছু সাধারণ বিষয় মাথায় রাখতে হয়।


IMG_20230819_133725-1692432454897 Skin Care Routine For Oily Skin At Home : গরমে তৈলাক্ত ত্বকের যত্ন

skin care routine for oily acne-prone skin at home

যাঁদের ত্বক অত্যন্ত তৈলাক্ত, তাঁরা ত্বক পরিচর্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন। কারণ তৈলাক্ত ত্বকে অতিরিক্ত ব্রণ বা নিয়মিত পিম্পলস হওয়ার প্রবণতা থাকে। ত্বক যেমনই হোক না কেন প্রতিদিন দুবার করে ত্বক পরিষ্কার করা দরকার। তৈলাক্ত ত্বকের জন্য আপনি বাড়িতেই ক্লিনজার বানিয়ে নিতে পারেন।

dermatologist recommended skin care routine for oily acne-prone skin

তৈলাক্ত ত্বকে স্ক্রাবারের জন্য ব্যবহার করতে পারেন ওটসকে। প্রথমে ওটসকে গুঁড়ো করুন। তার সাথে মধু দিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিন ওটসের। তারপর দু থেকে তিন মিনিট মুখে স্ক্রাব করুন এবং তারপর গরম জল দিয়ে তা ধুয়ে ফেলুন।


লেবু এবং ডিমের সাদা অংশও তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দারুন সহায়ক। একটি ডিমের সাদা অংশের সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে নিয়ে তা মুখে লাগান। তারপর শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবুকে আপনি ক্লিনজার হিসাবেও ব্যবহার করতে পারেন।


তৈলাক্ত ত্বকের যত্ন রুটিন


তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অ্যালো ভেরা দারুণ উপযোগী। ত্বকে ম্যাসাজ থেকে শুরু করে ক্লিনজার এবং মাস্ক হিসাবেও অ্যালো ভেরাকে ব্যবহার করতে পারেন।


ব্রণ সহ তৈলাক্ত ত্বকের যাবতীয় সমস্যার হাত থেকে রেহাই পেতে সপ্তাহে দু থেকে তিনবার ত্বকে জোজোবা তেলকে ব্যবহার করতে পারেন।


Home remedies for oily skin and pimples


তৈলাক্ত ত্বকের নাইট স্কিন কেয়ার রুটিন


ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য বিশেষ ক্লিনজ়ার ব্যবহার করতে হবে। এর জন্য ক্রিমযুক্ত ভারী ক্লিনজ়ার ব্যবহার করুন। এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যাবে না। মুখ পরিষ্কার করার পর এমন কোনও টোনার বেছে নিন যাতে ভিটামিন ই রয়েছে। তুলোর বলে টোনার নিয়ে সারা মুখে লাগিয়ে নিন।


Skin care routine for oily skin Indian


তৃতীয় ধাপে ব্যবহার করুন ফেস সিরাম। যেহেতু ত্বকের গঠন শুষ্ক তাই বলিরেখা পড়ার সম্ভাবনা বেশি। সিরাম পুরোপুরি ত্বকে শুষে যাওয়ার আগেই সারা ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন।

তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায়


ঘরোয়া উপায় ফেস প্যাক:


২ চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধু, কফি পাউডার ও হলুদের একটি মিশ্রণ তৈরি করে ভাল করে মুখে ঘাড়ে লাগিয়ে নিন। ১০ থেকে ১২ মিনিট পর ধুয়ে ফেলুন। আর ফলে আপনার ত্বক হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এবং ত্বকে থাকা দাগছোপও সহজেই উধাও হয়ে যাবে।


তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়


তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে ভালো ক্রিম কোনটি?

তৈলাক্ত ত্বকের সেরা কিছু ডে ক্রিম হলো লোটাস হার্বালস ওয়াইট গ্লো জেল ক্রিম, ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়েন্স ক্রিম, গার্নিয়ার স্কিন ন্যাচারালস লাইট কমপ্লিট সিরাম ক্রিম, ইত্যাদি।


Read More,

Skin Brightening Serum For Oily Skin – অয়েলি স্কিনের জন্য সিরাম



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *