Spread the love

How To Treat Sensitive Skin On Face : সংবেদনশীল ত্বকের জন্য ফেসওয়াশ


Sensitive skin treatment at home : কোনো প্রসাধনী সামগ্রী ত্বকে লাগালে যদি ত্বক লাল হয়, জ্বালাপোড়া করে অথবা ত্বক শুষ্ক হয় অথবা ফুসকুড়ি (র‌্যাশ) হয় কিংবা ব্রণ হয়, তাহলে বুঝতে হবে আপনার ত্বক সংবেদশীল। সামান্য এদিক ওদিক হলেই ত্বকের সমস্যা প্রকট হয়ে ওঠে| সেইজন্য আমরা এখানে কিছু প্রাথমিক প্রশ্নোত্তর নথিবদ্ধ করছি, যাতে বুঝতে পারা যায় ঠিক কোন কোন জিনিস থেকে সমস্যা হচ্ছে …


IMG_20230818_204656-1692371828844 How To Treat Sensitive Skin On Face : সংবেদনশীল ত্বকের জন্য ফেসওয়াশ

Sensitive skin treatment at home

ত্বকের সংবেদনশীলতা বোঝার অনেকগুলি লক্ষণ আছে| যদি ধোয়ার পরে ত্বক খুব টানটান লাগে আর চুলকানির ভাব হয়, মদ্যপান করলে বা অতিরিক্ত তেলমশলা দেওয়া খাবার খেলে ত্বক লাল হয়ে ওঠে, নতুন মেকআপ ব্যবহার করলে ত্বকে প্রতিক্রিয়া হয় এবং খসখসে জামাকাপড় পরলে ত্বকে চুলকানি হয়, সেক্ষেত্রে ত্বকের সংবেদনশীল হওয়ার সম্ভাবনা আছে বলা যায়|


ত্বকের সংবেদনশীলতা থেকে মুক্তি পাওয়া কি সম্ভব?


সংবেদনশীল ত্বক এমন যত্নে রাখা উচিত ,,ত্বকের ঠিকঠাক যত্ন নিলে আপনি তাকে সুরক্ষিত করতে পারবেন এবং এমনভাবে রাখতে পারবেন, যাতে ত্বকে কোনরকম সমস্যা না হয়|


Symptoms of sensitive skin


করণীয়

১. প্রাকৃতিকভাবে (familial) ত্বক সংবেদনশীল হতে পারে। অথবা কোনো মেডিকেল কারণে (Eczema, Contact Dermatitis, Seborrheic Dermatitis) হতে পারে।


শুষ্ক সংবেদনশীল ত্বকের জন্য সেরা ময়েশ্চারাইজার


১) মুখে কখনও সাবান ব্যবহার করা যাবে না।


২) ত্বক পরিষ্কার করার আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে।


৩) মুখ ধোয়া এবং ত্বক পরিষ্কার করার পর একটি Paraben free ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার করবেন।


IMG_20230818_204641-1692371829318 How To Treat Sensitive Skin On Face : সংবেদনশীল ত্বকের জন্য ফেসওয়াশ

Skin suddenly sensitive and itchy

৪) Sunscreen/Sunblock প্রতি ২-৪ ঘণ্টা পর মাখবেন এবং রোদে যাওয়ার ২০ মিনিট আগে মাখবেন এবং দিনেও যদি চুলার ধারে কাজ করেন তাহলেও মাখবেন।


৫) দীর্ঘ সময় ধরে স্নান করা থেকে বিরত থাকবেন। কারণ ত্বকের ন্যাচারাল ওয়েলকে সরিয়ে দেয়। ত্বক সংবেদনশীল হলে ফেসপাউডার ব্যবহার করা সবসময়েই নিরাপদ কারণ এতে প্রিজারভেটিভ অনেক কম আর আপনার ত্বককে তাই বিব্রত করার আশঙ্কাও অনেক কম।


৬) আপনার চোখের জন্য

আপনার চোখের প্রসাধনের জন্য বেছে নিন পেন্সিল লাইনার, কারণ সেগুলি ধেবড়ে যায় কম আর এটির অন্যতম উপাদান মোম।


Read More,

সংবেদনশীল ত্বক? ঘরোয়া উপায়ে যেভাবে ত্বকের যত্ন নেবেন || Skin care Routine For Sensitive Skin India


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *