Spread the love

How To Use Honey For Skin Whitening – মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়


রোদে পুড়ে কালো ছাপ, ত্বকে বয়সের ছাপ দূর করতে আপনারা একবার হলেই মধু ব্যবহার করতে পারেন,,, শুধু একটু সময় বের করে আপনাকে বানাতে হবে ফেসপ্যাক ৷ মধুর দিয়ে বানানো ফেসপ্যাক যেমন ত্বকের কালো দাগ দূর করবে তেমনি উজ্জ্বলভাব ধরে রাখবে ৷ জেনে নিন মধু দিয়ে তৈরি ফেস প্যাক, যা হতে পারে আপনার রূপটানের চাবিকাঠি ৷মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বলিরেখা ও কালচে ভাব দূর করে। এ ছাড়া ব্রণের জীবাণুও ধংস করতে মধু বেশ কার্যকর।


IMG_20230813_222447-1691945699752 How To Use Honey For Skin Whitening - মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়

How long does honey take to lighten skin


১. মধু ও হলুদের ফেসপ্যাক – হলুদে রয়েছে ইনফ্লেমাটরি ও অ্যান্টিঅক্সিডেন্টের গুণ ৷ যা ত্বকের সমস্যা দূর করে ৷ মধুতে রয়েছে ত্বক ময়েশ্চরাইজ করার ক্ষমতা ৷ এক টেবিল চামচ মধুতে মেশান এক চিমটে হলুদ ৷ এরপর মুখমণ্ডলে ভালো করে প্যাকটি মেখে নিন ৷ 15 মিনিট রাখার পর তা ধুয়ে ফেলুন উষ্ণ জলে ৷ সপ্তাহে দু’বার ব্যবহার করলে ফল ভালো পাওয়া যাবে ।।

Does honey lighten skin permanently

২. ত্বক এক্সফোলিয়েট করতে, মধুর সঙ্গে চালের গুঁড়ো মেশান। ভালো করে মিশিয়ে তারপর অল্প পরিমাণ নিয়ে মুখে লাগান। এটি ত্বকের সমস্ত ময়লা দূর করে মুখকে দাগহীন করে তুলবে।


Benefits of applying honey on face overnight

৩. মধুর সঙ্গে পেঁপে ম্যাশ করে মিশিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণের সাহায্যে মুখে মাসাজ করুন। ১০ মিনিট মাসাজ করার পরে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


IMG_20230813_222415-1691945700112 How To Use Honey For Skin Whitening - মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়

রাতে মুখে মধু মাখার উপকারিতা

৪. মধু ও অ্যালোভেরা ফেসপ্যাক- অ্যালোভেরাতে রয়েছে ভিটামিনস ও মিনারেলস যা ত্বকের জন্য ভীষণ প্রয়োজনীয় একটি গুণ ৷ এক টেবিল চামচ মধুর সঙ্গে মেশাল এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ৷ 15-20 মিনিট ফেসপ্যাকটি মুখে লাগিয়ে রাখুন ৷ শুকিয়ে গেলে উষ্ণ জলে ধুয়ে ফেলুন ৷


মধু দিয়ে ব্রণ দূর করার উপায়


৫. মধু, গোলাপজল

এক টেবির চামচ মধু, কয়েক ফোঁটা গোলাপজল ও সামান্য হলুদের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে এক নিমিষেই উজ্জ্বল করবে। এবং ত্বক মসৃণ হবে।।


Read More,

Face pack for open pores and pimples – ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায়



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *