Spread the love

ভারতের স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা|| Independence Day Bengali Paragraph 2023


স্বাধীনতা দিবস আমাদের দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর ১৫ অগস্ট আমরা সবাই স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। ঔপনিবেশিক অত্যাচার থেকে আমাদের মুক্ত করার জন্য দেশের মানুষ তাঁদের জীবন উৎসর্গ করেছেন বলে আমরা গর্বের সঙ্গে এই দিনটি পালন করি।


((স্বাধীনতা দিবস সম্পর্কে পাঁচটি বাক্য))


IMG_20230813_201743-1691938073536 ভারতের স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা ||Independence Day Bengali Paragraph 2023

স্বাধীনতা দিবসের তাৎপর্য

এই শুভ দিনে, আমরা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু এবং অগণিত দূরদর্শী নেতাকে সম্মান জানাই, জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে প্রতিটি ভারতীয়র সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করা উচিত, যাতে আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিতে পারি। দেশে যাতে বৈষম্যের অবসান হয়, সেজন্য অসহায় ও দরিদ্রদের সাহায্য করার চেষ্টা করা উচিত।


যখন আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি, তখন আমাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলি সম্পর্কেও সচেতন হওয়া উচিত। সামাজিক বৈষম্য, দারিদ্র্য ও নিরক্ষরতা দূর করতে আমাদের কাজ করা উচিত। ভারতের জাতীয় পতাকা কেবলমাত্র একটি স্থানেই তৈরি করা হয়। তেরঙ্গায় যে তিনটি রং রয়েছে, তারমধ্যে গেরুয়া হচ্ছে শক্তি ও সাহসের প্রতীক। মাঝের সাদা রং শান্তি এবং সত্য এবং সবুজ রং শুভ-র প্রতীক বলে গ্রহণ করা হয়েছে। ১৯৪৭ সালের পর প্রতি বছর ১৫ অগস্ট দিনটি শুধু ভারতে নয়, আরও পাঁচটি দেশ স্বাধীনকা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।


স্বাধীনতা দিবসের তাৎপর্য অনুচ্ছেদ


IMG_20230813_201719-1691938073936 ভারতের স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা ||Independence Day Bengali Paragraph 2023

স্বাধীনতা দিবসের তাৎপর্য কি

স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে, পাঞ্জাব ও বাংলা প্রদেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তত বৃদ্ধি পায়। দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদানীন্তন ভাইসরয় লুইস মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি সাত মাস এগিয়ে আনেন। হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারতে ও মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে যুক্ত হয়; পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়। লক্ষ লক্ষ মানুষ হয় ছিন্নমূল। তাঁরা দলে দলে র‌্যাডক্লিফ লাইন পেরিয়ে নিজেদের পছন্দমতো দেশে আশ্রয় নেন।

কেন আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করা উচিত

১৯৪৭ সালের ১৪ আগস্ট নতুন পাকিস্তান জন্ম নেয়। করাচিতে মহম্মদ আলি জিন্নাহ এই রাষ্ট্রের প্রথম গভর্নর-জেনারেল হিসেবে শপথ নেন। মধ্যরাতে অর্থাৎ, ১৯৪৭ সালের ১৫ আগস্ট সূচিত হলে জওহরলাল নেহরু তাঁর বিখ্যাত ‘নিয়তির সঙ্গে অভিসার’ ভাষণটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। ভারতীয় ইউনিয়নের জন্ম হয়। নতুন দিল্লিতে নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন। মাউন্টব্যাটেন হন স্বাধীন ভারতের প্রথম গভর্নর-জেনারেল।


আরোও পড়ুন,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *