Spread the love

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ||(Independence Day Speech in Bengali 2023)

স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা : ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ১৫ অগস্ট, এই দিনে পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল। মুক্তি পেয়েছিলো কোটি কোটি ভারতবাসী…এই দিনটিকে শুধুমাত্র ভারতের স্বাধীনতা পাওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় না,,একই সঙ্গে স্মরণ করা হয় ভারতের বীর সন্তানদের, যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। এই দিনটিতে স্কুল, কলেজ, পাড়ায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসা জানানো হয়।


IMG_20230812_104516-1691817375990 স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য || ( Independence Day Speech in Bengali 2023 )

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ছোটোদের

এবং সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় কালে ব্রিটিশ শাসনের অর্থবেবস্তা ভেঙে পরে অন্য দিকে আমাদের বীরনেতা স্বাধীনতা জন্য লড়াই করে যাচ্ছে সঙ্গে গোটা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। ১৯৪৭ সালের শুরুর দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করে, ১৯৪৮ সালের জুন মাসে ভারতীয়দের দেশে শাসনের ভার দিবে কিন্তু এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় ধর্ম দাঙ্গা ব্রিটিশ সরকার তা সামলাতে পারেনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য বাংলা

স্বাধীনতা দিবসে আমাদের মন মুক্তি ও স্বাধীনতার উল্লাস দ্বারা ভরে উঠে। এই দিনটি আমাদের জন্মভূমির প্রতি আমাদের অবিচ্ছেদ্য ভালোবাসা এবং গর্ব বোধ করায়। এটি স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান দিয়ে আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশ্রদ্ধায় মন মুক্তি করি। আজ আমরা এই পবিত্র স্থলে একত্রিত হয়েছি যাতে আমরা মিলে একজন গর্বিত ভারতীয় হিসেবে স্বাধীন বাংলাদেশের উদ্যাপন উদযাপন করতে পারি।

স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা

১৯৪৭ সালের ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী জোহর লাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন। ভারতীয় সংবিধান সৃষ্টি হয়, যার ভিক্তিতেই আজও ভারত দাঁড়িয়ে। মাতঙ্গিনী হাজরার দুঃসাহসী লড়াই, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুজি থেকে শুরু করে দেশকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিবর্তিত করা সর্দার বল্লভভাই প্যাটেল, কিংবা ভারত গঠনের দিশা নির্দেশকারী, ব্যক্তিত্বকে আমরা আজ স্মরণ করি- যাহাদের কাছে আমরা ঋণী।


স্বাধীনতা দিবস সম্পর্কে পাঁচটি বাক্য


IMG_20230812_104603-1691817375521 স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য || ( Independence Day Speech in Bengali 2023 )
আরোও পড়ুন,

স্বাধীনতা দিবস উপলক্ষে তাৎক্ষণিক বক্তব্য রচনা করো

আজ, আমরা সেই দিনটি উদযাপন করছি যেদিন আমাদের দেশ ব্রিটিশ রাজত্ব থেকে স্বাধীনতা পেয়েছিল। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আমরা আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগকে সম্মান করি যারা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তরুণ মন হিসাবে, আমাদের দেশের ভবিষ্যত গঠন করার ক্ষমতা আপনার আছে। শিক্ষা, সমতা এবং দয়ার জন্য চেষ্টা করুন।


15th August speech in Bengali pdf


15 আগস্ট সারা ভারতে বিপুল উৎসাহের সাথে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। আজ আমরা স্বাধীন ভারতে জীবন যাপন করছি কিন্তু আমরা কল্পনাও করতে পারি না যে ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা কতটা কঠিন ছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের অনেক মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন। তাই তাদের কাছে আমরা ঋণী… এই দিনটি সারা ভারতে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে পালিত হয় কারণ দাসের মতো জীবনযাপন করা খুবই কষ্টদায়ক।


Independence day lecture in bengali

সকলকে ধন্যবাদ ছোট্ট ব্ক্তৃতা শোনার জন্য। ভারত আমাদের মাতা, আমরা ভারত মাতার সন্তান; আসুন সপথ করি – মায়ের মতোই আমরা ভারতীকে ভালোবাসবো ও এগিয়ে যাবো।

জয় হিন্দ,,🙏


বন্দে মাতরম,🙏


ভারতমাতা কী- জয়….


আরোও পড়ুন,

How Many Years Of Independence Day 2023 || স্বাধীনতার কত বছর চলছে ২০২৩



Tags – Independence Day, Sadhinota Dibosh Speach

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *