Spread the love

শীতের ঋতু আমার তো খুব পছন্দের,,, যতই পছন্দ হোক না কেন, এই ঋতুর সবচেয়ে বড় কাজ হল বিয়েতে উপস্থিত হওয়া, সেই সাথে এই মৌসুমে স্টাইলিশ দেখাও। সবার সেরা দেখানো…. আর এই শীতকালীন বিবাহ সম্পর্কে আমাদের মহিলাদের উপর প্রায়শই জোকস করা হয় যে মহিলারা কেবল বিবাহের সময় শীত অনুভব করেন না, যার কারণে তারা বিপজ্জনক শীতেও ব্যাকলেস এবং স্ট্র্যাপি পোশাক পরে ঘুরে বেড়ায়….

  • শীতকালে বিয়েবাড়ি ট্রেন্ডি পোষাক
  • শীতকালে মেয়েরা বিয়েবাড়ি কি ধরনের পোষাক পড়বেন

এই শীতে যদি বিয়েতে যেতেই হয় তাহলে ভেলভেট স্যুট ট্রাই করতে পারেন। এই স্যুট আড়ম্বরপূর্ণ দেখায় এবং হালকা উষ্ণতা প্রদান করে। তাই আজ আমরা আপনাদের সাথে কিছু সেলিব্রিটি লুক শেয়ার করতে যাচ্ছি।

** ব্লাউজের বিকল্প হতে পারে হাইনেক স্কিভিহালকা শীতে শাড়ি পরুন নিটেড টপ দিয়ে। হাই নেক, ফুল স্লিভ এই ধরনের টপ হালকা গরম জোগাবে আর ফ্যাশনিস্তা হতে ভরপুর সাহায্য করবে। ম্যাচিং টপ পরতে হবে, তার কোনও মানে নেই। পরতে পারেন কনট্রাস্ট কিংবা একেবারে অন্য ধরনের রংয়েরও।

*” ভেলভেট টপের সঙ্গে শাড়িশাড়ির সঙ্গে ভেলভেটের ব্লাউজ বা টপ পরতে পারেন। ভেলভেট কাপড় বেশ ভারী হয়। হালকা শীতে দারুন আরাম পাবেন। ভেলভেট কাপড় দিয়ে কোর্টও বানিয়ে শাড়ির উপর পরতে পারেন।

** উলের কাফতানও পড়তে পারেনযদি বিয়েবাড়িতে নিজেকে ভিড়ের মধ্যে আলাদা হয়ে উঠতে চান তা হলে অবশ্যই পরুন কাফতান ড্রেস। কাফতান যেমন পরতে সুবিধা, এখন তো আবার কাফতান স্টাইলে চুড়িদার বেড়িয়ে গেছে।।

**আপনি যদি চান আপনি একটি ফুল-হাতা কুর্তা পরতে পারেন ।। এছাড়া পড়তে পারেন শালের সঙ্গে শাড়ি: শাড়ির সঙ্গে এক পাশ দিয়ে সুন্দর একটি শাল নিতে পারেন। শালের এক প্রান্ত কোমড়ে গুজে অন্য প্রান্ত কাঁধের উপর ফেলে রাখুন। বেশ স্টাইলিস্ট লাগবে কিনতু।।

আরও পড়ুন,

Good Vibes Toner Uses: শীতে ত্বকের যত্নে কোন টোনার ব্যবহার করবেন

Mens Jacket For Winter Branded || ছেলেদের সেরা শীতকালীন জ্যাকেট

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *