Spread the love

চিরতরে মুখের লোম দূর করার উপায় |How to stop facial hair growth in females naturally permanently


চিরতরে মুখের লোম দূর করা নিজে নিজে করাটা বেশ কঠিন। তবে অসম্ভব নয়। অফিস, বাড়ি সামলে পার্লারে যাওয়ার সময় পান না অনেকেই। ফলে বাড়িতেই রূপচর্চার পর্ব সেরে নিতে হয়। মুখের রোম তোলার কয়েকটি উপায় রয়েছে। সেগুলি জেনে নিলে বাড়িতে বসেই ত্বক রোমহীন করে তোলা সম্ভব।


IMG_20230801_121110-1690872078486 চিরতরে মুখের লোম দূর করার উপায় - How to stop facial hair growth in females naturally permanently

মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায়

মুখের রোম পরিষ্কার করতে অনেকে রেজ়ার ব্যবহার করেন। তবে পা কিংবা হাতের রোম তোলার ক্ষেত্রে যে রেজ়ার ব্যবহার করেন, এ ক্ষেত্রে কিন্তু সেটি চলবে না। মুখের রোম তোলার জন্য আলাদা সরু ব্লেডের রেজ়ার পাওয়া যায়।

থ্রেডিং – লোমকূপের ভিতর থেকে টেনে বের করে আনে লোম। তাও একটি সুঁতোর সাহায্যে। যে কারণে থ্রেডিং করলে যন্ত্রণা হয় খুব। লাল হয়ে যায় ত্বকের সেই অংশটি।


Supplements to stop facial hair growth


ওয়্যাক্সিং – হাতে, পায়ে, আন্ডার আর্মস কিংবা গোপনাঙ্গ পরিষ্কার করতে ওয়্যাক্সিংয়েই ভরসা রাখেন অধিকাংশ নারী-পুরুষ। আপার লিপের ক্ষেত্রেও ওয়্যাক্স করতে পারেন আপনি। ভাল মানের ওয়্যাক্স কিনে ফেলুন।


মুখের লোম দূর করার উপায়


হেয়ার রিমুভিং যন্ত্র

অনলাইনে এখন মুখের রোম তোলার যন্ত্র পাওয়া যায়। এপিলেটর-এর ছোট সংস্করণ। এতে যন্ত্রণা ছাড়াই অনায়াসে রোমের হাত থেকে মুক্তি মেলে। কলমের মতো দেখতে এই ব্যাটারিচালিত যন্ত্রটি সোজা ধরে চক্রাকারে রোমের উপর বোলাতে হয়।

অবাঞ্ছিত লোম তোলার উপায়

ঘরেও ওয়াক্স তৈরি করতে পারেন। লেবুর রস-চিনি, লেবু-মধু,, ডিমের সাদা অংশ-কর্নস্টার্চের মিশ্রণ তৈরি করে নেওয়া যায়। এতে বাজারচলতি প্রডাক্টের মতো অল্প সময়ে মোম-মসৃণ ত্বক পাওয়া যায় না, কিন্তু ত্বকের স্বাস্থ্য বজায় থাকে।

Which hormone causes facial hair growth in females

কাঁচা হলুদ বেটে নিন। তাতে শুষ্ক ত্বক হলে পূর্ণ ননীযুক্ত দুধ বা দই এবং তৈলাক্ত ও মিশ্র ত্বক হলে গোলাপজল মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। সারা শরীরে, বিশেষ করে মুখে প্রতিদিন লাগাতে পারেন এই প্যাক। ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা অপেক্ষার পর কুসুম গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,


Tags – facial hair , Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *