New Year 2023 Gifts: হাতে গোনা আর কয়েকটি দিন পরেই পুরনো বছর শেষ হয়ে শুরু হবে নতুন একটি বছর। পুরাতন দিনের কষ্ট- বেদনা ভুলে জীবনকে নতুন করে শুরু করার জন্য নতুন একটি বছর। নতুন বছরে ভালোবাসার মানুষকে রাঙিয়ে দিতে উপহার দেয়া কিনতু মাস্ট…কিনতু অনেকে বুঝতে পারে না যে তারা গিফ্ট দেবে…. তাদের জন্যে আজকের আর্টিকেল……আসুন জেনে নেই নতুন বছরে প্রিয়জনদের জন্য কী উপহার কিনবেন।
১. ফুল: ফুল সব কিছুতেই যায়… এটি দারুণ গিফট। নতুন বছরের শুরুতে প্রিয় মানুষকে ফুল গিফট করুন। শীতের সময় রঙিন মরসুমি ফুল পাওয়া যায়। রং মিলিয়ে উপহার দিন প্রিয় মানুষকে। এছাডাও চাইলে বই, কার্ড, সিডি, চকলেট কিংবা ফুলও দিতে পারেন।
২. ফটোফ্রেম: ২০২০-র মনে রাখার মতো মুহূর্ত ফ্রেমবন্দি করে ২০২১-এর শুরুতে উপহার দিন প্রিয়জনকে। নিজেরদের ছবি দিয়ে বানিয়ে নিন।।
৩. ঘড়ি: হাতে যতোই স্মার্টফোন থাকুক, ঘড়ি কিনতু একটা আলাদাই লুক এনে দেয়…. তাই নতুন বছরে প্রিয়জনকে ঘড়ি উপহার দিন।
৪. পোশাক – শীতে স্টাইলিস্ট কোনো জেকেট বা সোয়েটার দিতে পারেন,, খুশি হয়ে যাবে।।
৫. গিফট হ্যাম্পার (Gift Hamper) কী উপহার দেবেন সেউ সিদ্ধান্ত না নিতে পারলে কিংবা কেনাকাটার সময় না থাকলে, নিশ্চিন্তে প্রিয়জনের হাতে তুলে দিন কোনও গিফট হ্যাম্পার।
- আর যদি মেয়েদের গিফ্ট করতে চান তাহলে এই গিফ্ট গুলো দিতে পারেন…..
মেকআপের সামগ্রী (Cosmetics)** মেয়েরা যে নিজেদের সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসেন তা সকলেরই বোধ হয় জানা। সকল মেয়েরাই মেকআপ পছন্দ করেন।, আপনার সাধ্য মতো কিনে ফেলুন কোনও মেকআপের সামগ্রী।
* কিট ব্যাগ (Kit Bag)ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের প্রয়োজন হয় ট্রাভেল কিট ব্যাগ। বাজারে কিংবা অনলাইনে নিত্যনতুন রকমারি এই ধরণের ব্যাগ এখন পাওয়া যায়। যেখানে প্রয়োজনীয় এবং পছন্দসই জিনিস আপনি সহজেই গুছিয়ে রাখতে পারেন।
* হেডফোন (Headphone)যাকে উপহার দেবেন, তিনি যদি গান শুনতে ভালোবাসেন বা খুব বেশী ফোন ব্যবহার করেন, তাহলে তাকে দিতে পারেন ব্লুটুথ কিংবা স্মার্ট হেডফোন।
* স্মার্ট ওয়াচ (Smart Watch) যারা গ্যাজেট ভালোবাসেন, তাদের জন্য স্মার্ট ওয়াচ খুব ভাল উপহার।
** বাবা-মার জন্যনতুন বছরের শুভেচ্ছা জানাতে বাবা-মাকে দিতে পারেন পোশাক। দৈনন্দিন প্রয়োজনে কাজে লাগবে এমন জিনিসও তাদের দিতে পারেন। এছাড়া ঘর সাজানোর মতো কোনো উপকরণও দিতে পারেন।
** ভাইবোনদের জন্যনববর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে ভাইবোনদের দিতে পারেন তাদের পছন্দের পোশাক।
Read More,
20+Best New Year Captions For Instagram: নতুন বছরের শুভেচ্ছা/ ক্যাপশন 2024