Spread the love

মুলতানি মাটি মুখে ব্যবহারের নিয়ম| How to use Multani mitti for skin whitening


মুলতানি মাটি, গুণাগুনের জন্য রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে,, ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে। মুলতানি মাটির ব্যবহার ত্বককে উজ্জ্বল করার সাথে সাথে ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। আপনাদের রূপচর্চায় মুলতানি মাটি, এর কিছু গুণাগুন এর ব্যবহার সম্পর্কে জানাবো।


IMG_20230727_220352-1690475640350 মুলতানি মাটি মুখে ব্যবহারের নিয়ম - How to use Multani mitti for skin whitening

মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়


মুলতানি মাটি কী?

মুলতানি মাটি এক ধরনের মাটি, যা রূপটানের জন্য বছরের পর বছর ধরে ব্যবহার হয়ে আসছে। এই মাটিতে আছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সিলিকেট। মুলতানি মাটি মানে, মুলতান থেকে যে মাটি আনা হয়।

এমনকী চুলের যত্নেও মুলতানি মাটি ব্যবহার করা হয়। এটি আপনার ত্বক ভালো রাখে।


মুলতানি মাটি দিয়ে ব্রন দূর করার নিয়ম


এর উপকারীতা:


ত্বককে বার্ধক্যের ছাপ থেকে রক্ষা করতে এক চা চামচ মুলতানি মাটির সাথে এক চা চামচ টক দই এবং মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এটি সারা মুখে ভালো মত লাগিয়ে ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।


– ব্রণের সমস্যা যদি খুব বেশি হয়ে থাকে তাহলে কিছু নিম পাতা বেটে মুলতানি মাটির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান।


ব্রণের দাগ দূর করতে পরিমাণ মত মুলতানি মাটি, টমেটোর রস, মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি খুব ভালো ক্লিনজার হিসেবেও কাজ করে।


মুলতানি মাটি দিয়ে ফেসপ্যাক তৈরির পদ্ধতি

মুলতানি মাটি, অ্যালো ভেরা জেলের প্যাক

দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ টেবিল চামচ অ্যালো ভেরা জেল আর এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই প্যাক মুখে, ১০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।


Can I use Multani mitti on face everyday


মুলতানি মাটি মুখে লাগানোর পর কি করতে হয়

শুষ্ক ত্বকের ক্ষেত্রে আপনার ত্বককে আর্দ্র করার জন্য আপনি মুলতানি মাটি প্রয়োগ করার পরে ময়েশ্চারাইজার প্রয়োগ করতে পারেন ।।

How to use Multani mitti for face

মুলতানি মাটি সব ধরনের ত্বকের জন্যই ভালো। আপনি টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুলতানি মাটি ত্বকে ব্যবহার করতে পারেন। টক দই ত্বকে লাগালে ত্বকে প্রাকৃতিক জেল্লা ফিরে আসে।


আরোও পড়ুন,

Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *