Spread the love

Badam Rogan Oil Benefits – ত্বকের যত্নে বাদাম তেল


badam rogan oil for face : আমাদের সকলের বয়স বাড়ার সঙ্গে চেহারায় বলিরেখা ফুঁটে ওঠে…. তাই আমরা পার্লারে গিয়ে নিয়মিত রূপচর্চার মাধ্যমে অনেকেই ত্বকে বা চেহারায় বয়সের ছাপ লুকিয়ে রাখার চেষ্টা করেন। তবে কেমিক্যাল দিয়ে বলিরেখা দূর করতে গিয়ে ত্বকের ক্ষতি হবার আশঙ্কাও কিন্তু থেকে যায়।ঘরে বসেই এবার দূর করুন মুখের বয়সের ছাপের বলিরেখা –


IMG_20230726_123814-1690355304480 Badam Rogan Oil Benefits - ত্বকের যত্নে বাদাম তেল

How to use Rogan badam oil for face


আজ আমরা আপনাদের জন্য মুখের বলিরেখা দূর করতে বাদাম তেলের উপকারিতা নিয়ে এসেছি। এই তেল আপনার ত্বকের সমস্ত সমস্যার এককালীন (One Time Solution) সমাধান হয়ে উঠতে পারে। পুষ্টিগুণে ভরপুর বাদাম তেল মুখের সমস্ত সমস্যা দূর করে উজ্জ্বলতা বজায় রাখতে খুবই সহায়ক।


Can we apply badam Rogan on face daily


বাদাম তেল এভাবে ব্যবহার করুন

বাদাম তেল (Almond Oil) ব্যবহার করে আপনার ত্বকের পুরনো দাগ কমাতে পারেন। এই তেলে, ভিটামিন ই, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক পাওয়া যায়, যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। এটি ত্বককে নরম এবং চকচকে করে তোলে। এর পাশাপাশি এটি ত্বকের নানা ধরনের সমস্যা দূর করতেও সাহায্য করে।


ত্বক সাদা করার জন্য বাদাম তেল


ব্রণ চলে যাবে

যারা মুখে ব্রণর সমস্যায় ভুগছেন, তারা নিজের ত্বকের যত্নের রুটিনে বাদাম তেল অন্তর্ভুক্ত করুন। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ দূর করতে সাহায্য করে।


Is Badam Rogan oil good for skin

ডার্ক সার্কেল থেকে মুক্তি পান

অনেক সময় ঘুমের অভাবে বা অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার কারণে চোখের নীচে কালো দাগ পড়তে শুরু করে। এমন অবস্থায় রাতে ঘুমানোর আগে বাদামের তেলে সামান্য গোলাপ জল মিশিয়ে লাগালে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়া যায়।


বলিরেখা চলে যাবে

মুখে বলিরেখা বার্ধক্যের লক্ষণ। যা আপনার মুখের উজ্জ্বলতা কমাতে শুরু করে।


IMG_20230726_123753-1690355304877 Badam Rogan Oil Benefits - ত্বকের যত্নে বাদাম তেল

How to use Badam for skin whitening

বাদাম তেল (স্কিন ময়শ্চারাইজিং)

আপনার ত্বক যদি শুষ্ক, প্রাণহীন এবং রুক্ষ হয়ে যায়, তাহলে নিয়মিত বাদাম তেল দিয়ে মুখে ম্যাসাজ করুন। এটি আপনার ত্বককে শুষ্ক হতে বাধা দেয়।


এই তেল মেকআপ দূর করতে খুবই উপকারী। কারণ এই তেল হালকা এবং আঠালো নয়। এই তেল ত্বকের ছিদ্রগুলোকে ভালোভাবে খুলে দেয়।।


এই বাদাম তেল এর সঙ্গে এলোভেরা জেল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন দেখবেন ত্বক চকচক করছে….!!!


কীভাবে ত্বকের যত্নে বাদাম তেল ব্যবহার করবেন ?

ত্বক সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বাদাম তেল দিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন। ঘুমানোর সময় মুখে বাদাম তেল লাগিয়ে হালকা ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর জল দিয়ে মুখ ধুয়ে কাপড় দিয়ে মুছে নিন।


Read More,

Home Remedy For Glowing Skin Overnight : উজ্জ্বল ত্বক পাওয়ার ঘরোয়া উপায়


Tags – Skin Care, Skin Tips, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *