Spread the love

Night Skin Care Routine Steps – রাতে ত্বকের যত্ন নেওয়ার সঠিক উপায়


ত্বকের যত্ন নিতে অনেকেই ঘরোয়া রূপটানের উপর ভরসা করি ,, বাড়িতেই বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে তাঁরা ত্বকের যত্ন নেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে, ত্বকের ধরন বুঝেই এসব প্রাকৃতিক উপাদান নির্বাচন করা উচিত। জানেন কি আপনিও যদি আপনার ত্বকের টোন হারিয়ে ফেলে থাকেন এবং আপনি তা ফিরে পেতে চান, তাহলে প্রতি রাতে ঘুমানোর সময় কিছু ত্বকের যত্নের রুটিন চেষ্টা করুন। রাতে, আমাদের ত্বক মেরামতের কাজ করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ত্বকের যত্নের রুটিন মেনে চললে, বুজবেন তার ফল কতটা ভালো হয়…


IMG_20230712_233503-1689185132546 Night Skin Care Routine Steps - রাতে ত্বকের যত্ন নেওয়ার সঠিক উপায়

Night Skin Care Routine Steps For Oily Skin

ত্বক ধোয়া

প্রথমে ত্বক পরিষ্কার করতে হবে। আপনি যদি কাজ করে থাকেন, তবে বাড়ি ফিরে প্রথমে আপনার মেকআপ তুলে ফেলতে হবে। এর পরে, আপনাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার ত্বক ধুয়ে ফেলতে হবে। ভালো মানের ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


রাতে ঘুমানোর আগে ত্বকের যত্ন


এবার ত্বকের চাই আদ্রতা,,কয়েকটি প্রাকৃতিক উপাদানও ত্বকের আর্দ্রতার ঘাটতি পূরণ করতে বেশ কার্যকরী। যেমন অ্যালোভেরা যুক্ত ক্রিম ব্যবহারের করে দেখতে পারেন।।


রাতে মুখে কি লাগানো উচিত


প্রতি রাতে শুতে যাওয়ার আগে যেমন মুখ পরিষ্কার করবেন। মেকআপ তোলার পর ক্লিনজার ব্যবহার করা আবশ্যক। কিন্তু তারপরেই ঘুমাতে চলে যাবেন না। প্রতি রাতে শুতে যাওয়ার আগে এই টোনার ব্যবহার করুন অবশ্যই।


Night Skin Care Routine Steps For Dry Skin


আপনার মুখের ত্বকের পিএইচ-এর মাত্রা ঠিক রাখার জন্যে টোনার অবশ্যই মুখে লাগাতে হবে।


আই ক্রিম ভুলবেন না

টোনারও যেমন ব্যবহার করা প্রয়োজন, একইভাবে আই ক্রিম লাগানোও দরকার। সারাদিন মোবাইল স্ক্রিন দেখেন, কম্পিউটারের স্ক্রিনেও চোখ থাকে নিশ্চয়ই। এতে আপনার চোখের উপর বেশ চাপ পড়ে। তাই তাদেরও একটু বিশ্রাম প্রয়োজন। যত্ন করা প্রয়োজন।


চুলের ক্ষেত্রে যা করণীয়


IMG_20230712_233523-1689185132196 Night Skin Care Routine Steps - রাতে ত্বকের যত্ন নেওয়ার সঠিক উপায়

Night Skin Care Routine Steps For Acne

প্রতি রাতে শুতে যাওয়ার আগে চুল বেঁধে ঘুমাতে যাওয়াই ভালো। তবে খুব টাইট করে চুল বাঁধবেন না। একটি হালকা খোপা করে কিংবা একটি পনিটেল করে শুতে যেতে পারেন। বারবার ঘষাও খাবে না বালিশে। এতে আপনার চুলও খুব ভালো থাকবে।।

Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *