Spread the love

১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছিল। তারপরও আমাদের দেশ গণতান্ত্রিক সার্বভৌম দেশের মর্যাদা পায়নি। এর পর লেগেছিল আরও তিনটে বছর। ভারতের সংবিধান তৈরি হতে এই সময় লাগে। ১৯৫০ সালে অবশেষে তা সম্পন্ন হয়। এই বছরের গোড়াতেই ২৬ জানুয়ারি ভারতকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। আর সেই দিনটিই পালিত হয় একটি বিশেষ দিবস হিসেবে। ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের শুরু সেদিন থেকেই।

প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর উপলক্ষে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের পালনে বিশেষ আকর্ষণ থাকতে পারে। এই দিন রাষ্ট্রপতির পতাকা উত্তোলনের পাশাপাশি সেনাদের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়াও, বীর সৈনিকদের হাতে পরমবীর চক্র, অশোক চক্র, ও বীর চক্র তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Republic Day Quotes In Bengali

** তেরঙা পতাকা ও জাতীয় নাগরিক এবং সেনাবাহিনীদের আমার সেলাম, যারা আমাদের গর্ব শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৪!

** আমি ভারতে জন্মগ্রহণ করে এবং এই মহান দেশে বাস করার সুযোগ পেয়ে আমি খুব ভাগ্যবান। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৪

Republic Day Images In Bengali

** আমি একটাই দিন পছন্দ করি, আর তা হল ২৬ শে জানুয়ারি। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৪!

*” আসুন এই গৌরবময় অনুষ্ঠানে, আমরা সকলে মিলে নিজেদেরকে দেশের দায়িত্বশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হওয়ার প্রতিশ্রুতি দিই। শুভ প্রজাতন্ত্র দিবস।

*”প্রজাতন্ত্র দিবসে প্রত্যেক দেশবাসীর প্রতি আমার অন্তরের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। ২৬ জানুয়ারির অনেক শুভেচ্ছা রইল।

Read More,

Republic Day Wishes 2024: রইল সেরা ১০ টি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা,ছবি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *