Spread the love

Hair spa at home : চুলের স্বাস্থ্য ঠিক রাখতে মাসে একবার আমাদের হেয়ার স্পা প্রয়োজন ….চুলের যাবতীয় সমস্যা সমাধান হয় এই স্পার মাধ্যমে…. এতে চুল হয় ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। হেয়ার স্পার কথা শুনলে মনে হয় কত ঝক্কির কাজ। আসলে তা নয়। ঘরে মাত্র কয়েকটি ধাপের সাহায্যেই এটি করা সম্ভব। তা প্রাকৃতিক উপাদান দিয়ে।

চুলে হেয়ার স্পা করলে কি হয়

কতদিন অন্তর হেয়ার স্পা করবেন?

মাসে অন্তত দুই বার বাড়িতে হেয়ার স্পা করুন। সপ্তাহে একবার করেও এই পদ্ধতিতে চুলের যত্ন নিতে পারেন।

আরোও পড়ুন,

Aroma Magic Sunscreen: শীতে সানস্ক্রিন কোনটা ভালো! জানেন?

✓ ডিম চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। চুল পড়া, স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়া, একাধিক সমস্যার সমাধান রয়েছে ডিমের কাছে। মাথায় ডিম মাখার কথা শুনলেই অনেকে নাম সিঁটকান। ডিমের কুসুম নিন এবং ১ কাপ টক দইয়ের সঙ্গে ভাল করে ফেটিয়ে নিন। এবার এই হেয়ার প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। প্রথমে পরিষ্কার জলে চুল ধুয়ে নিন..

✓ ডিমের কুসুমের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ফেটিয়ে নিন। এই হেয়ার প্যাক কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। শ্যাম্পু করার পর চুল থেকে সমস্ত জল নিংড়ে নিন। চাইলে মুছেও নিতে পারেন। এরপর এই হেয়ার প্যাক লাগান। ১০-১৫ মিনিট রেখে আবার ধুয়ে ফেলুন।

✓ মাথার ত্বকে ধুলো-ময়লা জমলেও অনেক সময়ে চুল পড়ে। এর জন্য এক কাপ জলে দু’চামচ গ্রিন টি ভাল করে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে মাথার ত্বকে মেখে রেখে দিন মিনিট দশেক। এরপর ধুয়ে ফেলুন।।

হেয়ার স্পা করার উপকারিতা

✓ অতিরিক্ত শুষ্ক চুলে ডিম ও মধুর হেয়ার প্যাক ব্যবহার করুন। ডিমের কুসুম ও মধু একসঙ্গে ফেটিয়ে নিয়ে চুলে লাগান। ঘণ্টা দুয়েক পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক ফ্রিজি হেয়ারের সমস্যা দূর করে দেবে।

আরোও পড়ুন,

Cetaphil Night Cream: ত্বকের দাগছোপ দূর করবে এই নাইট ক্রিম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *