ব্রণর সমস্যায় অনেকেই ভুগছেন…. তারা বিভিন্ন উপায়ে ট্রাই করে ব্রণ সারিয়ে ফেলার ,,, কিনতু অনেক সময় দেখা যায়, ব্রণ মুখ থেকে সরে যাওয়ার ৩ থেকে ৪ দিন পর মুখে ব্রণ দাগ থেকে যায়। আর তখন কি বিচ্ছিরি লাগে,, অনেকেই ব্রণ খুঁটে ফেলেন, আর তাতে ত্বকে দাগ আরও বেশি গাঢ় হয়। এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় রয়েছে। সেটি শেয়ার করবো —
ব্রণের দাগ ও গর্ত দূর করার উপায়
১) ব্রণর দাগ সারাতে সবচেয়ে বেশি কার্যকরি হলো অ্যালোভেরা জেল ,, অ্যালোভেরা জেলে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে লাগান,, কিছুক্ষন ম্যাসেজ করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন,,,তাহলে ত্বকে আসবে আলাদা জেল্লা।
২) একটি পাকা টমেটো ও শশার রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই প্যাকটি লাগান। ব্রণের দাগ দূর তো হবেই সেই সঙ্গে রোদে পোড়া দাগ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
আরোও পড়ুন,
Natural Skin Care Routine: উজ্জ্বল ত্বকের জন্য স্কিন কেয়ার রুটিন
ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়
৩) কাঁচা হলুদ ও এক চামচ মধুর মিশ্রণ দিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন, দেখবেন ব্রণ ও ব্রণের দাগ দূর হয়ে যাবে।।
৪) কাঁচা আলুর রস ত্বকের যত্নে দারুন কাজ দেয়,, একটি আলু নিয়ে তা পিষে বের করে নিতে হবে রস। আর সেই রস মুখে লাগিয়ে নিলেই যাবতীয় দাগ ও ছোপ মিলিয়ে যাবে। এতেই মিলবে জেল্লা।
৫) আমরা জানি, লেবু একটি প্রাকৃতিক ব্লিচ। লেবুর রসের সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে একটি তুলার বলের সাহায্যে তা মুখে ৩-৪ মিনিট ঘষুন।
ব্রণের দাগ দূর করার ওষুধের নাম
৬) নিম পাতা খাওয়া খুবই উপকারী। ব্রণমুক্ত ত্বক পেতে এটি ব্যবহার করতে পারেন।নিম ও হলুদের ফেসপ্যাকও ব্যাবহার করতে পারেন।
৭) স্ক্রাব হিসেবে মধু ও চালের গুঁড়া ব্যবহার করুন। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে।
আরোও পড়ুন,
Skin Care Tips: ত্বকের যত্নে শসার ব্যবহার