Spread the love

How To Get Glowing Skin Naturally : শ্যামলা ত্বক ফর্সা করার উপায়


ত্বকের উজ্জ্বলতা হারানোর জন্য অনেকই টেনশনে থাকে। ত্বক নিস্তেজ হওয়ার মূল কারণ হল অস্বাস্থ্যকর জীবনযাত্রা,, ত্বকের যত্নের অভাব, ঘুমের অভাব, তবে কিছু উপায় আছে যার মাধ্যমে আপনার ত্বক সেই উজ্জ্বলতা পেতে পারে। দেখে নিন সেগুলি কি কি –


IMG_20230701_163809-1688209699772 How To Get Glowing Skin Naturally - শ্যামলা ত্বক ফর্সা করার উপায়

How To Get Glowing Skin Naturally At Home


১. মধু

মধুতে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের ক্ষতিকে রক্ষা, মেরামত এবং প্রতিরোধ করতে সহায়তা করে। মধু এবং মুলতানি মাটির একটি প্যাক লাগান ১৫ মিনিট রাখুন। প্যাকটি শুকিয়ে গেলে খুব অল্প জল দিয়ে মুখ ধুয়ে নিন। মধু আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।


২. অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল যে কোনও ধরনের ত্বকের জন্য উপযুক্ত। এটি ব্যবহারে আপনি তাজা এবং উজ্জ্বল ত্বক পাবেন। সারা মুখে অ্যালোভেরা জেল লাগান,, কিছুক্ষন রাখুন, এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।


How To Get Glowing Skin Naturally At home In Summer

৩. পেঁপের মধ্যে থাকা প্রোটিন ত্বককে টানটান রাখবে। এর সঙ্গে দই যখন যোগ হবে তখন তা আপনার স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করবে।


IMG_20230701_163759-1688209700121 How To Get Glowing Skin Naturally - শ্যামলা ত্বক ফর্সা করার উপায়

প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায়


৪. বেসন আর লেবুর রসের প্যাকত্বকের জন্য বেসন বেশ উপকারী। আর এর পাশাপাশি লেবু খুব ভালোভাবে ত্বককে পরিষ্কার করে।


২ চামচ বেসন, ১ চামচ লেবুর রস, সবকটি উপকরণ খুব ভালো করে একটি পাত্রে মিশিয়ে নিন। তারপর তা মুখে মাখুন। মিশ্রণটা মুখে শুকোতে দিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।


ভেতর থেকে ফর্সা হওয়ার উপায়


৫. শসা ত্বকের জন্য অনেক ভাল। শসা ত্বক ফর্সা ও দাগহীন করতে সাহায্য করে। শসার রস বা শসা গ্রেড করে ত্বকে অন্তত ৩০ মিনিট রেখে দিন। নিয়মিত ব্যবহারে ত্বক ফর্সা হয়ে যাবে।


৬. ত্বকের যত্নে ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ । ভিতামিন সি ত্বক ফর্সা ও কোমল করে । আমরা কমলালেবু ত্বকের যত্নে ব্যবহার করতে পারি কারণ কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে।


৭. টকদই, মুসুর ডাল,একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি দিয়ে কনুই ও হাঁটুতে ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলে ময়েশ্চরাইজার লাগাতে হবে। এতে করে কালো দাগ কমে আসবে এবং হাঁটু-কনুইয়ের ত্বক বেশ উজ্জ্বল দেখাবে। দইয়ের সঙ্গে ভিনিগারের মিশ্রণও ম্যাজিকের মতো কাজ করে।


Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *