শীত গেলো চলে এবার এলো গরম…গরমে মেয়েদের পোশাক নিয়ে অনেক অপশন থাকে…. গরমে মেয়েরা চাইলে টি-শার্ট, টপস, ঢোলা টাইপ পোশাক পরতে পারেন। তবে, গরমে সবচেয়ে আরামদায়ক পোশাক হলো টি-শার্ট। টি-শার্ট কোনো বয়সেই অনায়াসে পরা যায়। গরমের দিনে মেয়েরা চাইলে কুর্তিও বেছে নিতে পারেন। বাজারে সুতি কাপড়ের কুর্তি পাওয়া যাচ্ছে।
গরমে কেমন কাপড় পড়া উচিত
প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে ফতুয়া হতে পারে আরামদায়ক পোশাক। হালকা কাজ, আরামদায়ক কাপড় বেছে নিতে পারেন,,,বর্তমানে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে নানান ডিজাইনের ফতুয়া পাওয়া যাচ্ছে।
গরমে মেয়েদের ফ্যাশনেবল ড্রেস
গরমে দিনের বেলায় হালকা রঙ এবং রাতে গাঢ় রঙের ম্যাক্সি ড্রেস বা লং ড্রেস পরা যেতে পারে। বর্তমানে বাজারে নানা প্যাটার্নের ম্যাক্সি ড্রেস পাওয়া যাচ্ছে। কয়েক ধরনের কাপড় একসঙ্গে ব্যবহার করেও নকশায় বৈচিত্র্য আনা হচ্ছে এখন।
গরমে জীবন যখন অতিষ্ঠ তখন একটু শান্তির জন্য আরামদায়ক পোশাকের বিকল্প নেই। তবে আরামদায়ক পোশাক পরার পাশাপাশি ফ্যাশনের সাথে ও তাল মিলিয়ে চলতে চায় সবাই। তাই পড়ে নিতে পারেন এমন ফ্যাশনেবল জ্যাম সুট।। যা আপনাকে দেবে স্মার্ট একটি লুক।
গরমের কথা মাথায় রেখে এমন ফ্রক টাইপ ওয়েস্টার্ন পোশাকের দিকে প্রাধান্য দেয় এই সময়টাতে। তবে ওয়েস্টার্ন মানেই যে দৃষ্টিকটু কিছু তা কিন্তু নয়। কারণ নিজেকে স্টাইলিশ লুকে দেখতে সবাই পছন্দ করে। গরমের ক্যাজুয়াল পোশাক বলতে এই পোশাকগুলো বেস্ট।
গরমে মেয়েদের স্টাইলিস্ট পোষাক
পছন্দের পোশাকের তালিকাতে এখন মেয়েরা কুর্তিকে প্রাধান্য দিয়ে থাকে। এই কুর্তি একদিকে যেমন দেশীয় ঐতিহ্য প্রকাশ করে তেমনি অনেক ফ্যাশনেবল। এমন লং কুর্তি এখন মার্কেটে বেশ চলছে।
আরোও পড়ুন,
Fast Hair Growth Tips|বিয়ের আগেই টাক পড়ে যাচ্ছে? সমস্যার সমাধান করুন