Toner: এই গরমে আপনার আমার ত্বক তেলতেলে হয়ে যায়…. আর সেই থেকে শুরু হয় ব্রণর সমস্যা। তাই ত্বকের তেলতেলে ভাব দূর করতে এবং ত্বক সতেজ রাখতে ত্বকের চাই টোনার। তবে তেলতেলে ত্বকের জন্য সব টোনারে অ্যালকোহল থাকে যা ত্বকের প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট করে দেয়, তাই চেস্টা করুণ যেসব টোনার প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেগুলো ব্যবহার করতে ,, ভারতে তেলতেলে ত্বকের জন্য কতই টোনার পাওয়া যায়, তাদের মধ্যে সেরা ৩ টি আপনাদের জন্য বেছে এনেছি আমরা! যা আপনার ত্বকের জন্য কার্যকারী….
টোনার ব্যবহারের বয়স
1। ল্যাকমে অ্যাবসলিউট পোর ফিক্সারএই টোনার:আপনার ত্বকের ভিতরে গিয়ে তেলময়লায় ভরা রোমছিদ্র পরিষ্কার করে দেবে…. এটি ত্বকে জমে থাকা সমস্ত তেলময়লা দূর করে রোমছিদ্র টানটান রাখার পাশাপাশি ত্বকও তরতাজা রাখে। এই টোনার মুখের বাড়তি তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে।
টোনারের কাজ কী
2। উজ্জ্বল ত্বকের জন্য মিনিমালিস্ট 8% গ্লাইকোলিক অ্যাসিড টোনার: এই টোনার মুক্ত অ্যাসিড আকারে 8% গ্লাইকোলিক অ্যাসিডের উচ্চ ঘনত্বে তৈরি যা ত্বকের অনুপ্রবেশ বাড়ায় এবং ত্বকের গভীর এক্সফোলিয়েশনে সহায়তা করে। ত্বককে পুনরুজ্জীবন করে।
টোনার ব্যবহারের উপকারীতা
3। মুখের জন্য প্লাম বুলগেরিয়ান ভ্যালি রোজ ওয়াটার টোনার : এই টোনারটিতে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড, ক্যালেন্ডুলার নির্যাস গোলাপের নির্যাস দিয়ে তৈরি। এই টোনার ত্বকের শুষ্কতা কমায় ,, হায়ালুরোনিক অ্যাসিড একটি তাত্ক্ষণিক হিউমেক্ট্যান্ট হিসাবে কাজ করে যা আপনার ত্বককে হাইড্রেট করে।
আরোও পড়ুন,
Summer Body Lotion: গরমে ত্বক সতেজ রাখবে সেরা ৩ বডি লোশন