Spread the love

How To Remove Dark Spots Caused By Pimples: ব্রণের কালো দাগ দূর করার উপায়


ব্রণ হওয়ার পর অনেকের মুখে কালো দাগ দেখা যায়। এগুলো সাধারণত ব্রণ বা ফুসকুড়ি সেরে যাওয়ার পর মুখের ত্বকে এই ধরনের দাগ থেকে যায়। কিন্তু তার জন্য যে সব ওষুধ বা ক্রিম ব্যবহার করতে হয় সেগুলি যেমন ব্যয়বহুল, তেমনই তা থেকে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থেকে যায়।


IMG_20230611_123932-1686467387177 How To Remove Dark Spots Caused By Pimples - ব্রণের কালো দাগ দূর করার উপায়

How To Remove Dark Spots Caused By Pimples Overnight

আপনি যদি প্রাকৃতিক উপায়ে এই ধরনের কালো দাগ দূর করতে চান তাহলে ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে,, এবং নির্ভরযোগ্য এই ভেষজগুলি (Herbs For Skin Care) দাগমুক্ত করবে সহজেই।

যে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলবেন


*প্রচুর পরিমাণে জল খান।


* ত্বক পরিষ্কার রাখুন।


*প্রতিদিন ভালো করে মুখের মেকআপ তুলুন।


*অপরিষ্কার হাতে ব্রণর জায়গাটি ধরবেন না।


*ব্রণ অযথা নখ দিয়ে খুঁটবেন না।


How To Remove Dark Spots Caused By Pimples At Home

১. কমলালেবুর খোসা

কমলালেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটমিন সি। ত্বক উজ্জ্বল রাখতে এবং কালো দাগ মেটাতে এই ভিটামিন সি দারুণ কার্যকর। কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। সমপরিমাণ গুঁড়ো এবং মধু মিশিয়ে ব্রণর কালো দাগের জায়গায় দিন। ১৫ মিনিট ধরে এটি মুখে মেখে রাখুন। ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।


IMG_20230611_123913-1686467386884 How To Remove Dark Spots Caused By Pimples - ব্রণের কালো দাগ দূর করার উপায়

মুখে ব্রনের কালো দাগ দূর করার উপায়


২. হলুদ

হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটারি। মুখের কালোভাব দূর করতে হলুদ ভালো কাজ দেয়। এক চামচ হলুদ এবং এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে ব্রণর কালো দাগে প্রলেপ দিন। ২০ মিনিট রেখে দিয়ে মুখ ধুযে ফেলুন।

৩.অ্যালোভেরা

ত্বকের সমস্যা মেটাতে অ্যালোভেরাও দারুণ কাজ দেয়। ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে ঘৃতকুমারী বা অ্যালোভেরা। ত্বকের ব্রণর দাগ মেটাতে অ্যালোভেরা ভালো কাজ করে।। গাছের পাতা থেকে সরাসরি অ্যালোভেরা জেল নিয়ে মুখের দাগে মেখে নিবেন।।


৪. ​চন্দন

গরমে ট্যান থেকে মুক্তি পেতে চন্দন নানাভাবে ব্যবহার করা যেতে পারে।আপনি চাইলে দুধ ও মধুর সঙ্গে মিশিয়েও নিতে পারেন।


৫. ​নিম পাতা

নিম পাতা খাওয়া খুবই উপকারী। এই ভেষজটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে।

ব্রণমুক্ত ত্বক পেতে এটি ব্যবহার করতে পারেন।


৬. এক চা চামচ পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ টম্যাটোর রস। মুখে দাগের অংশে এই মিশ্রণ লাগিয়ে মিনিট ১৫ পরে জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে বার দু’য়েক এমনটা করলে দ্রুত ফল মিলবে।


Read More,

Tags – Remove Dark Spots , Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *