Spread the love

Sunscreen For Oily skin: তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন ক্রিম


ত্বক (Skin) সুস্থ রাখতে, সূর্যের অতিবেগুনি রশ্মির

হাত থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন (Sunscreen Lotion) অবশ্যই প্রয়োজন।। বাড়ির বাইরে বেরনোর সময় কিংবা বাড়িতেও রান্নার কাজে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন শুষ্ক ত্বক এবং তৈলাক্ত ত্বকের জন্য কোন সানস্ক্রিন লোশন ব্যবহার করা দরকার, তা অনেকেই বুঝতে পারেন না। সেটি নিয়ে আজকে আলোচনা করবো,,,,


IMG_20230610_211948-1686412222577 Sunscreen For Oily skin - তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন ক্রিম

Sunscreen For Oily skin In India


সানস্ক্রিন বাছাই

সানস্ক্রিন কিংবা যেকোনো প্রসাধনী ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব। সাধারণত মানুষের ত্বকের ধরণকে ৪টি ক্যাটাগরিতে ফেলা যায়। স্বাভাবিক, তৈলাক্ত, সংবেদনশীল ও শুষ্ক। তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট সানস্ক্রিন আজকে আলোচনা করবো,,,


Sunscreen For Oily skin Female Daily


সানস্ক্রিন ব্যবহার করলে যদি ঘাম হয় বিশেষত তৈলাক্ত ত্বক যাদের, তারা সানস্ক্রিন ক্রিম ব্যবহার না করে তার পরিবর্তে ম্যাটিফাইং সানস্ক্রিন, জেল সানস্ক্রিন, কিংবা স্প্রে সানস্ক্রিন ব্যবহার করতে পারে। এতে ত্বক সহনশীল থাকবে এবং ঘামও কম হবে। অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করা যায়। সানস্ক্রিন বাছাইয়ের ক্ষেত্রে অনেক ধরনের অপশন থাকে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয় লক্ষ্য করা প্রয়োজন তা হচ্ছে এসপিএফ। এসপিএফ হল সান প্রটেক্টর ফ্যাক্টর। সানস্ক্রিন ক্রিম ছাড়া রোদে গেলে ত্বক মাত্র ২০ মিনিটেই ত্বক পুড়ে যায়। এই পুড়ে যাওয়ার সময়টুকুকে বর্ধিত করে দেয় এসপিএফ।


Sunscreen For Oily skin Men


1। নিউট্রোজেনা ক্লিয়ার ফেস অয়েল ফ্রি সানস্ক্রিন SPF30


নিউট্রোজেনা সানস্ক্রিন ব্রণ-প্রবণ ত্বকের জন্য তৈরি একটি বিস্তৃত বর্ণালী সহ তেল-মুক্ত। এটির একটি নিখুঁত, হালকা ওজনের সূত্র রয়েছে যা কখনও চেষ্টা করা হয়েছে। এটি আপনাকে সারাদিন একটি ম্যাট ফিনিশ বজায় রাখতে এবং UV আলো থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করবে।


তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম

2। সিটাফিল তেল শোষণকারী ময়েশ্চারাইজার এসপিএফ 30


Cetaphil একটি ম্যাট ফিনিশ সহ সানস্ক্রিন ,,, আপনার তৈলাক্ত বা ব্রণ-প্রবণ ত্বক থাকলেও আপনি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

এটি হালকা হাইড্রেশন সরবরাহ করে এবং SPF 30 এর সাথে এটি সূর্য সুরক্ষার একটি স্বাস্থ্যকর ডোজ দেয়। এটি নন-কমেডোজেনিক এবং আটকে থাকা ছিদ্র এবং সম্ভাব্য পিম্পল সম্পর্কে চিন্তা করার দরকার নেই।


IMG_20230610_211915-1686412222884 Sunscreen For Oily skin - তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন ক্রিম

সানস্ক্রিন ব্যবহারের নিয়ম

3। CeraVe আল্ট্রা-লাইট ময়েশ্চারাইজিং লোশন SPF 30

CeraVe অতিরিক্ত ময়শ্চারাইজিং সুবিধা প্রদান করে। হায়ালুরোনিক অ্যাসিডের উপস্থিতি 5 – প্লাস SPF 30 এবং একটি ম্যাট ফিনিশ একটি অ্যাড-অন দেয়। এর মূল উপাদান হল সিরামাইড যা ত্বকের বাধা পুনরুদ্ধার করতে এবং আর্দ্রতা লক করতে কাজ করে।


IMG_20230610_211844-1686412223089 Sunscreen For Oily skin - তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন ক্রিম


সানস্ক্রিন ব্যবহার

বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে না হলে সূর্যের আলোতে বের হওয়ার পর সানস্ক্রিন ব্যবহার করে কোনো লাভ হয় না।

শুধু মুখে নয় বরং শরীরের যেসব অংশ রোদের সংস্পর্শে আসতে পারে, সেখানেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়। বাড়ি থাকলে কম এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করলেও চলবে কিন্তু বাইরে বের হলে বেশি এসপিএফ যুক্ত বাছাই করতে হবে।


Read More,

Waterproof Sunscreen for swimming In India – ওয়াটারপ্রুফ সানস্ক্রিন কোনটা ভালো



Tags – Skin Care, Oily Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *