Spread the love

Recipe: কমবেশী সকলের পনিরের তরকারি খুব প্রিয়,, কিনতু একটু অন্য রকমভাবে রাঁধলে কিন্তু মাছ-মাংসকেও হার মানাতে পারে! যেমন টা আপনারা রেস্তোরাঁ তে খান,,আজ আপনাদের জন্য রইল শাহী পনির রেসিপি। খুব কম সময়েই তৈরি হবে, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। দেখে নিন কী ভাবে বানাবেন।

IMG_20240619_115206-edited Shahi Paneer Recipe: নিরামিষ শাহী পনির রেসিপি

কীভাবে শাহী পনির তৈরি করবেন দেখুন :

উপকরণ: ৩০০ গ্রাম পনির,2 টেবিল চামচ ঘি,কাজু (প্রায় 10-15)বাদাম (প্রায় 10-15)২-টি এলাচ ৬-৭ টি কাঁচা লঙ্কা ১ টি মাঝারি আকারের টমেটো,,১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো গরম মসলা ১ চা চামচ 1/4 কাপ দই …

বাটার পনীর রেসিপি

পদ্ধতি —–পনির গুলো সুন্দর করে কেটে ঘি তে ফ্রাই করুন,, এবার বাদাম গুলো পেস্ট তৈরি করুন,,,একটি প্যানে মাঝারি আঁচে ১ টেবিল চামচ ঘি গরম করুন।কয়েকটি বাদাম, কাজু এবং সবুজ এলাচ যোগ করুন। 1-2 মিনিট ভাজুন।এবার ভাজা পনিরগুলিও উষ্ণ গরম জলে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে পনির নরম হয়ে যাবে।

পনীর বাটার মসলা রেসিপি

মিক্সিতে কাজুবাদাম,, পোস্ত, কাঁচা লঙ্কা এবং আদা একসঙ্গে বেটে নিন। এবার প্যানে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে কাজু-পোস্তর পেস্ট দিয়ে কষাতে থাকুন। ভাল করে কষাতে হবে। এর পর লঙ্কা গুঁড়ো, টমেটো পেস্ট নুন, চিনি দিয়ে দিন। অল্প জল দিয়ে মশলা ভাল করে কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য দই মিশিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিন। কিছুক্ষণ রান্না হওয়ার পর কসৌরি মেথি ছড়িয়ে দিন। এক চামচ ঘি এবং গরম মশলা গুঁড়োও এতে দেবেন। ভালো করে মিশিয়ে নিন। রেডি আপনার শাহী পনির। রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু মন্দ লাগবে না!

আরোও পড়ুন,

3 Drink For Glowing Skin|ত্বক উজ্জ্বল রাখার ৩ পানীয়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *