Spread the love

Home Remedies To Remove Acne Scars: এই গরমেও কাজের চাপে বাইরে বেরোতে হয় নিশ্চয়ই,, তাই রোদে পুড়ে ত্বকে দেখা দিয়েছে কালচে দাগ। এখন এই দাগ দূর করতে অনেকে অ্যাপ্লাই করছেন নামি দামি ক্রিম। কিন্তু অনেক সময় দেখা দেয় ত্বকের ক্ষতি হচ্ছে,, মেলে না সমাধান। তাই প্রয়োজন নেই দামি দামি ক্রিমের। ঘরোয়া উপাদানে মিলবে সমাধান। এতে ত্বক যেমন ভালো থাকবে, তেমনি সৌন্দর্য বাড়বে দ্বিগুণ—-

IMG_20240624_202238-edited মুখের দাগ দূর করুন ৩ উপায়ে

১। টক দই আর মুসুরের ডাল: এটি একটি কার্যকারী ফেসপ্যাক,, যা আপনার মুখের দাগ ছোপ নয় বরং ত্বক উজ্জ্বল করবে দ্বিগুণ,,, তার জন্য প্রথমে একটি পাত্রে পরিমাণমতো মুসুর ডাল গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়া করে নিন। এবার এতে টক দইয়ের সঙ্গে করুন সামান্য পরিমাণে গোলাপ জল,, এবার এই তিন উপকরণ মিলিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এবার প্যাকটি মুখে লাগান, ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

মুখের দাগ তোলার উপায়

2। বেসন ও কফি গুঁড়ো: বেসন ও কফি গুঁড়ো দিয়েও বানাতে পারেন দারুন ফেসপ্যাক। এটি ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া মুখকে ব্রণ বা ফুসকুড়ি থেকেও রক্ষা করে। প্যাক বানাতে বেসন ও কফি গুঁড়ো নিন। তাতে মেশাতে হবে ভিটামিন ই ক্যাপসুল,, খেয়াল রাখবেন মিশ্রণটি যেন পাতলা না হয়ে যায়। প্যাকটি মুখে লাগিয়ে কিছু সময় রেখে ধুয়ে ফেলুন।

প্রাকৃতিক উপায়ে মুখের কালো দাগ তোলার উপায়

৩। অ্যালোভেরা ও চিনির গুঁড়ো: অ্যালোভেরা ও চিনির গুঁড়ো বানাতে পারেন ফেসপ্যাক। এটি আপনার ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। একটি পাত্রে পরিমাণমতো অ্যালোভেরা জেল নিন। তাতে চিনির গুঁড়ো মেশান। ফেসপ্যাক তৈরি হলে, সেটি মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।৩ দিনেই এটি আপনার ত্বকের দাগ ছোপ দূর করে দিবে।

আরোও পড়ুন,

Lakme Face Mask Benefits: উজ্জ্বল ত্বকের সেরা ফেসমাস্ক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *