Spread the love

টোনার কোনটা ভালো – Which Toner Is Better For Oily Skin


ত্বকের যত্ন নিতে আমরা যা যা ব্যবহার করি সেগুলোরও কিনতু সঠিক পদ্ধতি আছে। আর আমরা সবাই জানি আমাদের এক-একজনের ত্বক এক এক রকম। তো ত্বকের ধরন যদি ভিন্ন প্রকৃতির হয় তা হলে ত্বকের যত্নে কিনতু নিয়ম এক রকম হবে না। আর এই বিউটি প্রোডাক্ট ত্বকের একটা ইম্পর্টেন্ট পার্ট টোনার।। আবার টোনার ব্যবহারেরও নিয়ম আছে। তাই বিভিন্ন রকমের ত্বকের ক্ষেত্রে টোনারের ব্যবহার (Face Toner Uses) হবে ভিন্ন রকমের।

IMG_20230601_112747-1685599079739 টোনার কোনটা ভালো - Which Toner Is Better For Oily Skin

আপনার ত্বকের জন্য সঠিক টোনার বাছবেন কীভাবে

আর কাজের প্রয়োজনেই রোজ অধিকাংশ মানুষকে বাড়ির বাইরে বেরোতে হয়। সকালে বেরিয়ে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। ধুলো, বালিতে ত্বক আরও বেশি নিস্তেজ হয়ে যায়। শুষ্ক নিষ্প্রাণ দেখায়। যদি ত্বক হয় তৈলাক্ত তাহলে সমস্যা আরও বেশি। তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যাও বেশি হয়। আর টোনার তৈলাক্ত ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখা এবং অ্যাকনের সমস্যা থেকে দূরে রাখাও খুব গুরুত্বপূর্ণ।


টোনার কী?
টোনার হল এমন একটি বস্তুন যা আপনার ত্বক ত্বকের ছিদ্রে যে ময়লা জমে থাকে সেগুলোকে বাইরে বের করে আনে টোনার। টোনার শুধু ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে না, এটি জীবাণু প্রতিরোধ করে। ত্বকের আর্দ্রতা ও পিএইচ ব্যালান্সও রক্ষা করে।

টোনার ব্যবহারের বয়স

আজকে কথা বলবো তৈলাক্ত ত্বকের যত্নে বেস্ট টোনারের নাম-


1। Lakmé 9 To 5 Moist Matte Mattifying Face Toner

যদি এটি ভালো মানের টোনার খুঁজছেন তাহলে আপনাকে ল্যাকমে 9 থেকে 5 ময়েস্ট ম্যাট ম্যাটিফাইং ফেস টোনারে যেতে হবে। এর অ্যালকোহল-মুক্ত সূত্রটি গ্রিন টি এবং উইচ হ্যাজেল (একটি প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট) দিয়ে সমৃদ্ধ যা আপনার ত্বকের সমস্ত গ্রীস যত্ন নিতে তাদের জাদু কাজ করে। এটি ম্যাট লুকিং ত্বক দেয়, শুষ্কতা কমিয়ে দেয়।

টোনার তৈরির নিয়ম

IMG_20230601_112729-1685599080117 টোনার কোনটা ভালো - Which Toner Is Better For Oily Skin

টোনার ব্যবহারের পদ্ধতি


2। Simple Kind To Skin Soothing Facial Toner
এই টোনার ত্বকের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায় এবং প্রদাহ প্রতিরোধ করে, এটিতে কোনও স্কিকি উপাদান নেই এবং এটি প্রো ভিটামিন বি 5 এবং অ্যালানটোইন দিয়ে মিশ্রিত, ত্বককে প্রশমিত এবং হাইড্রেট করে।

IMG_20230601_112657-1685599080323 টোনার কোনটা ভালো - Which Toner Is Better For Oily Skin

টোনার এর কাজ কি

3। Lakmé Absolute Pore Fix Toner
ল্যাকমে অ্যাবসোলিউট পোর ফিক্স টোনার হল একটি অ্যালকোহল-মুক্ত রত্ন যা তৈলাক্ত ত্বকের সমস্যার সমাধান করে কারণ এটি ছিদ্রগুলিকে শক্ত করার সময় অমেধ্য অপসারণ করে এবং ত্বককে সতেজ করে। আপনাকে সতেজ, তেল-মুক্ত ত্বক দিয়ে দেবে।


4। বায়োটিক বায়ো কিউকুমবার টোনার
বায়োটিক বায়ো কিউকুমবার টোনার এমন একটি টোনার যা ত্বকের বার্ধক্যজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। এটি আলোকরশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করা সম্ভব হয়। এটি ত্বকের বর্ণকে নিখুঁত pH ভারসাম্যে ফিরিয়ে আনতে যেনো সঠিকভাব কাজ করতে পারে সে-ব্যবস্থা করেই তৈরি করা হয়েছে।


5। Plum Green Tea Alcohol Free Toner | For Oily, Acne Prone Skin | Toner for Glowing Skin

IMG_20230601_112637-1685599080651 টোনার কোনটা ভালো - Which Toner Is Better For Oily Skin
আরও পড়ুন,

টোনার কখন ব্যবহার করতে হয়

গ্রিন টি এর নির্যাস নতুন ব্রণের গঠন বন্ধ করতে সাহায্য করে এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মূল থেকেই মেরে ফেলে। গ্লাইকোলিক অ্যাসিড আপনার তৈলাক্ত, ব্রণ-প্রবণ ত্বকের উপরের স্তর থেকে মৃত ত্বকের কোষ অপসারণ করতে সাহায্য করে। কীভাবে ব্যবহার করবেন: আপনার মুখ পরিষ্কার করার পরে, অল্প পরিমাণে টোনার নিন এবং একটি তুলোর বল বা আপনার হাত দিয়ে এটি আপনার মুখে ঘষুন।


কোন ত্বকের জন্য কোন টোনার বেস্ট –

ত্বক শুষ্ক হলে
টোনার ব্যবহার করতে গেলে, সেটা সব রকমের ত্বকের ক্ষেত্রে দুটো ভাবে করা যায়। তুলোর বলে টোনার নিয়ে সেটা মুখে লাগানো যেতে পারে। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ভাবেন তাঁরা কি ধরনের টোনার লাগাতে পারেন,,ত্বক শুষ্ক হলে অবশ্যই হাইড্রেটিং টোনার ব্যবহার করবেন। যেমন, গোলাপ জল বা রোজ ওয়াটার এবং ভিটামিন ই যুক্ত টোনার ব্যবহার করতে হবে।

ত্বক তৈলাক্ত হলে
তৈলাক্ত ত্বকের টোনার বলতে যদি আপনি টি-ট্রি অয়েলযুক্ত টোনার ব্যবহার করেন সেটা তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ হবে। কারণ, এই জাতীয় টোনার ত্বকের বাড়তি তেল শুষে নেবে এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ করবে।


Tags – Toner, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *