Categories: Skin Care

Almond Oil For Hair And Skin : ত্বকের যত্নে বাদাম তেল

Spread the love

Almond Oil For Hair And Skin : ত্বকের যত্নে বাদাম তেল


Almond oil for hair growth :ত্বক ও চুলের যত্নে আমরা নানান কিছু ব্যবহার করি….. কিনতু ত্বক ও চুলের যত্নে কখনও ব্যবহার করেছেন – বাদাম তেল বা আমন্ড অয়েল। এর পুষ্টিগুণ অ্যান্টি-এজিং এজেন্ট হিসেবে কাজ করে । এটি নিয়মিত লাগালে বলিরেখাও দূর হতে সাহায্য করে ৷ ধুলো-ময়লা ত্বককে মৃত করে তোলে । দুই চামচ মেথির ময়দায় পর্যাপ্ত বাদাম তেল যোগ করুন এবং একটি পেস্ট তৈরি করুন । এটি ত্বকে লাগালে মৃত কোষ দূর হবে । ত্বক হয়ে ওঠে সতেজ ৷


How to use almond oil for hair and skin


ত্বকের যত্নে:

বাদাম তেল হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার, যা ত্বকের সেরাম হিসেবে খুব ভালো কাজ করবে। এ ছাড়া এই তেলে আছে ফ্যাটি অ্যাসিড, এটি ত্বকের প্রদাহ কমাতে ও ত্বকের যেকোনো সমস্যা দূর করতে সাহায্য করে।


নিয়মিত এই তেল ব্যবহারে ত্বকের কালো দাগ হালকা হতে থাকে।কাঠবাদামের গুঁড়ার সঙ্গে অল্প মধু ও টক দই মিশিয়ে স্ক্র্যাব তৈরি করা যায়। বাদাম তেল, মধু ও লেবুর রসের মিশ্রণ মাঝে মাঝে ঘুমানোর আগে ত্বকে মাস্ক হিসেবে ব্যবহার করলে বলিরেখা দূর হবে।


Best almond oil for hair and skin

শুষ্ক ত্বকের যত্নে নাইট ক্রিমের বদলে আমন্ড অয়েল ব্যবহার করুন। হাজারো উপকারিতা পাবেন। বিশেষজ্ঞদের মতে, রাতে মুখে আমন্ড অয়েল মাখলে, পরদিন সকালে পাবেন জেল্লাদার ত্বক। 


আমন্ড অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে। এটি ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি মুক্ত র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। 

Almond oil for hair and skin benefits

আবার অনেকেই রাতে চুলে তেল মাখেন। সকালে উঠে শ্যাম্পু করে নেন। এতে চুলের স্বাস্থ্য ভাল থাকে। কিন্তু রাতে কোন তেল মেখে ঘুমিয়েছেন? সেটির দিকে একটু নজর দিন….বিশেষজ্ঞদের মতে, রাতে আমন্ড অয়েল মাখলে, পরদিন সকালে পাবেন জেল্লাদার মসৃন চুল। 


আমন্ড অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ত্বককে যে কোনও ধরনের চুলকানি, ব্রণর খুসকির হাত থেকে বাঁচায়। চুলকে ভেতর থেকে শক্ত ও মজবুত করে।

ত্বক ও চুলের যত্নে বাদাম তেল দারুণ উপকারী

এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুল নরম, স্ট্রেইট ও সিল্কি রাখতে সাহায্য করে। খুশকির সমস্যা থেকে দ্রুত রেহাই পেতে চাইলে নিম তেলের সঙ্গে সমান অনুপাতে বাদাম তেল নিয়ে রাতে ভালো করে মাথার ত্বকে ম্যাসাজ করে নিন। এরপর সকালে ভালো করে শ্যাম্পু করে ফেলুন।

ঘুমানোর আগে শুধু বাদাম তেল আঙুলের ডগায় নিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। এতে মৃত কোষ ও খুশকি নরম হবে। সকালে শ্যাম্পু করলে নরম হয়ে যাওয়া খুশকি, মৃতকোষ ও ময়লা ধুয়ে মাথার ত্বক পরিষ্কার হয়ে যাবে।


চুলের যত্নে বাদাম তেল


চুলের যত্নে বাদাম তেল

পলিউশন, ডাস্ট, কেমিক্যাল, হেয়ার কালার ইত্যাদি কারণে স্ক্যাল্পে অনেক সময় ইনফেকশন হয়। প্রপার কেয়ার না নিলে, অকালে চুল দুর্বল হয়ে পড়ে। ড্যানড্রাফ এর সমস্যা দেখা দেয়।


একমাত্র বাদামতেল-ই পারে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে। এই তেলের নিয়মিত ব্যবহার, মাথার ত্বকের রক্ত চলাচল ঠিক রাখে, চুলের পুষ্টি যোগায়, নতুন চুল গজাতে সাহায্য করে। 


Read More,

Tan Removal Home Remedies For Face -ট্যান রিমুভ করার উপায়


Tags – Hair Tips, Hair Care

Bristy

Leave a Comment

Recent Posts

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

3 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

17 hours ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

19 hours ago

Himalaya Anti Wrinkle Cream: বলিরেখা কমানোর বেস্ট ক্রিম

আজকাল রোদের তাপে, ধুলো বালি দূষণের কারণে বয়স না হতেই বয়স্ক লাগে অনেককে। মুখে চটজলদি…

20 hours ago

Summer Best Sunscreen: সান ট্যান দূর করতে সেরা ৩ সানস্ক্রিন

দিন দিন যেনো ত্বকের সমস্যা বেড়েই চলছে,, ত্বকে দাগ ছোপ হওয়া, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া…

1 day ago

Rose Water Spray: পুজোতে একটি স্প্রে দিয়েই ফেস গ্লো করুন

সামনেই তো পুজো এখন থেকেই রূপচর্চা একটু শুরু না করে দিলে হয়… কিনতু এর জন্য…

2 days ago