Spread the love

Aloe Vera Face Serum At Home| অ্যালোভেরা জেল ফেস সিরাম মুখে ব্যবহারের নিয়ম


Aloe Vera Face Serum benefits: রূপচর্চার দুনিয়ায় জনপ্রিয় সিরাম। ত্বক পরিচর্চায় এই উপাদানটি ব্যবহার করে সকলে অনেক উপকার পেয়েছেন,, এই সিরাম বাজারে অনেক দামতাই অনেকে কিনতে চান না,, কিনতু সিরাম যদি বাড়িতে বানানো যায়, তাহলে কেমন হবে? হ্যাঁ, আপনি চাইলে বাড়িতেও সিরাম বানাতে পারেন। ত্বক ভালো রাখতে অ্যালোভেরা ফেস সিরাম ব্যবহার করতে পারেন আপনি। কীভাবে বানাবেন এবং কী উপকার পাবেন, সেই সম্পর্কে জেনে নিন বিস্তারিত…


IMG_20230805_143255-1691226202204 Aloe Vera Face Serum At Home: অ্যালোভেরা জেল ফেস সিরাম মুখে ব্যবহারের নিয়ম

Aloe vera serum for glowing skin


Aloe Vera Face Serum: ঘরে তৈরি অ্যালোভেরা ফেস সিরাম দিনের এই সময় লাগান মুখে, ত্বকের জৌলুস দেখে তাক লাগবে,,,অ্যালোভেরা জেল হল এমন একটি উপাদান, যা ত্বকের উপর দারুণ উপকারী। এই অ্যালোভেরা জেল দিয়ে আপনি ফেস সিরাম বানিয়ে নিতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাশাপাশি অ্যালোভেরা জেল ব্রণ, ফুসকুড়ি, রোদে পোড়া দাগ ইত্যাদি দূর করতে দারুণ সহায়ক।


How to make face serum at home for glowing skin


কিভাবে তৈরি করবেন –

সিরাম তৈরি করতে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার এতে ২টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে দিন। চাইলে গোলাপ জল ও মেশাতে পারেন,,,উপকরণগুলো ব্লেন্ডে মিক্স করে নিতে পারেন।


Rose water and aloe vera gel for face overnight


এবার সিরামটা শিশিতে ভরে রাখুন। আপনি এই ফেস সিরাম সকাল-বিকাল দু’বেলাই ব্যবহার করতে পারেন। প্রথমে মুখ ধুয়ে নিন। তারপর দু-তিন ফোঁটা ফেস সিরাম নিয়ে মুখে মেখে নিন।


অ্যালোভেরায় রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা আপনার ত্বক টানটান রাখতে বিশেষ ভূমিকা নেয়।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ত্বককে ঠান্ডা রাখতেও সাহায্য করে।

অ্যান্টিঅক্সিড্যান্টে ঠাসা অ্যালোভেরা জেল ত্বকের জেল্লাও বাড়ায়।


অ্যালোভেরা জেল এর ব্যবহার


অ্যালোভেরা অ্যান্টিঅক্সিড্যান্টে অক্সিজেন রয়েছে। তাই ত্বকের অন্দরে প্রদাহ কমায়।

সানবার্ন সারাতে সাহায্য করে।

বাড়িতে তৈরি অ্যালোভেরা ফেস সিরাম আপনি দুই থেকে তিন সপ্তাহ সংরক্ষণ করতে পারেন। এর থেকে বেশি সময় ধরে রাখবেন না। খারাপ হয়ে যেতে পারে।

অ্যালোভেরা জেল মাখলে কি হয়

একটি পাত্রে অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর মধ্যে গোলাপ জল মেশান। প্রয়োজনে সামান্য পরিমাণে বিশুদ্ধ জল মেশাতে পারেন। আপনার ফেস সিরাম তৈরি। একটি কাচের শিশিতে ঢেলে রাখুন। ড্রপার দিয়ে ব্যবহার করুন।


এই সিরাম কী ভাবে মুখে মাখবেন?

প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। তারপর টোনার লাগান। এরপর ড্রপারের সাহায্যে ধীরে ধীরে মুখে এই সিরাম লাগিয়ে নিন। হাতের তালু দিয়ে ড্যাব করে নিন। ভুলেও মালিশ করবেন না। দেখবেন ত্বক চকচকে দেখাবে।।


আরোও পড়ুন,

Japanese skin whitening Home Remedies : জাপানিরা কিভাবে ত্বক সাদা করে



Tags – Serum , Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *