Spread the love

Banana Face Pack For Glowing Skin: উজ্জ্বল ত্বকের জন্য কলার ফেসপ্যাক

ত্বকের যত্নে কলা ব্যবহার: কলা দিয়ে ত্বকের পুরোপুরি যত্ন নাওয়া সম্ভব।। এমন কি কলা দিয়েই আপনি আপনার ত্বকের যাবতীয় সব সমস্যা দূর করতে পারেন।। কলা, আর্দ্রতা, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফটোকেমিক্যালস-সমৃদ্ধ তাই ত্বক, শরীর এবং চুলের পুষ্টি প্রদান করার জন্য এটি একটি দুর্দান্ত ঘরোয়া প্রতিকার।

IMG_20230506_160845-1683369577692 Banana Face Pack For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য কলার ফেসপ্যাক

কলার খোসার উপকারীতা

আগে জেনে নিন কলার গুণাগুণ –

পাকা কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণ খনিজ এবং প্রয়োজনীয় ভিটামিন। শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে পারে এই কলা। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুব ভাল কাজ করে। । এছাড়াও পাকা কলা ব্যবহার করে বানিয়ে নিতে পারেন এই সমস্ত ফেসপ্যাক।


যেমন –


ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

এক চা চামচ মধু ও অর্ধেকটা কলা ভালো করে চটকে মিশিয়ে নিন। এই প্যাক-টি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ একটি প্যাক এটি।


ত্বকের যত্নে পাকা কলার ফেসপ্যাক


বলিরেখা দূর করতে

বলিরেখা দূর করতে পাকা কলার পেস্ট, এক চা চামচ টকদই একসঙ্গে মিশিয়ে নিন। প্রথমে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর প্যাক-টি ব্যবহার করুন। উপকার পেতে সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করার চেষ্টা করুন।


IMG_20230506_160830-1683369669276 Banana Face Pack For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য কলার ফেসপ্যাক

রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক

এছাড়া ঘারের কালো দাগ দূর করতেও সাহায্য করে কলা। সেজন্য কলা কচলে পেস্ট করে এর সাথে লেবুর রস ও মধু মিশিয়ে ঘাড়ে এবং গলায় ব্যবহার করলে বেশ ভালো উপকার পাবেন।


সান ড্যামেজ ঠিক করে- গরমের মরসুমে আমাদের ত্বকে সান বার্ন দেখা দেয় একেই বলে সান ড্যামেজ। এক্ষেত্রে ত্বক ট্যান হওয়ার পাশাপাশি আরও অনেক সমস্যা দেখা যায়। যেমন- কালচে দাগছোপ পড়তে পারে আপনার ত্বকে। এক্ষেত্রে যদি আপনি ঘরোয়া প্রাকৃতিক উপায়ে সমস্যা দূর করতে চান তাহলে ব্যবহার করতে পারেন কলা দিয়ে তৈরি ফেসপ্যাক। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপকরণ সান ড্যামেজ থেকে ত্বক রক্ষা করে।


Banana Face Pack For Dry skin


IMG_20230506_160816-1683369669586 Banana Face Pack For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য কলার ফেসপ্যাক

দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে কলার ফেসপ্যাক

রিঙ্কেলস বা বলিরেখা দূর করে- কলার মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি। এর সঙ্গে রয়েছে অনেক মিনারেলস। তাই বলিরেখা দূর করতে পাকা কলা ও অল্প পরিমানে দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন উপকার পাবেন।।


ব্রনের সমস্যা দূর করতে এবং রোদে পোড়া কালচে দাগ দূর করতে কলার পেষ্ট এর সাথে হলুদের গুড়া মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন।


কলার মধ্যে থাকে ভিটামিন সি ও। এই কলার সঙ্গে চন্জনবাটা আর লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ও

ত্বক ময়েশ্চরাইজ করতে, ত্বকের ক্ষত নিরাময় করতে, ত্বকের কালো দাগ দূর করতে লাগাতে পারেন কলা। এটি ত্বকের সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে সঙ্গে ব্রণ কমায়। ত্বকে গঠন করে উন্নত।


আরও পড়ুন,

Besan Face Pack For Tan Removal – মুখের ট্যান দূর করার উপায়



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *