Basanta Utsav photoshoot ideas: আর কিছুদিন পরেই বসন্ত ,,, গাছে গাছে নতুন ফুল-পাতার আগমন, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশের গাছগুলো ডালপালা মেলে ফুল ফুটবে ,,,চারদিকে যেন উৎসবের আমেজ। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সবাই সেজে উঠতে চান প্রকৃতির রঙে। বসন্তের প্রথম দিনটিতে নিজেকে কীভাবে সাজবেন জানেন?? এবং ভাবছেন কি পোজ এ ছবি তুলবেন!! আর চিন্তা করবেন না “””আমি নিয়ে হাজির হয়েছি বিভিন্ন ফটো পোজ আইডিয়া —
হোলি ফটোশুট আইডিয়া
১) পোশাকে রঙিন রংবসন্ত বরণ মানেই রঙিন পোশাক। ফ্যাশন হাউজ গুলোর বসন্তের আয়োজনে মূলত রঙিন কাপড়ে ফুলেল নকশা বেশি দেখা যায়। এই দিনটিতে নারীদের বেশিরভাগই শাড়ি বেছে নেন। তবে সালোয়ার কামিজ, কুর্তা, স্কার্ট-টপস মানিয়ে যায় বসন্তের আবহের সঙ্গে। শাড়ি পরলে ব্লাউজে আনতে পারেন নতুনত্ব।
২) ফাল্গুনের প্রথম দিনটিতে চারিদিক প্রকৃতির রংগুলোতে সেজে উঠে। নতুন পাতার কচি সবুজ রং কিংবা গাঁদা ফুলের হলুদ-কমলা রং- বসন্ত বরণের সাজে প্রকৃতির এই রংগুলোতেই সেজে উঠতে পছন্দ করে সবাই। যে রঙেরই হোক না কেন, বসন্তে ফুলেল নকশা দারুণ মানিয়ে যায়।
৩) বসন্ত মানেই সবুজের নানা শেড যেমন গাঢ় সবুজ, টিয়া সবুজ, কচি পাতার রং এ ধরনের রং নিয়েও খুব ডিমান্ড।
holi/basanta utsav special look
৪) বসন্তের প্রথম দিন যেই পোশাকই বেছে নেন না কেন, স্বাছন্দ্য ও আরামের বিষয়টি মাথায় রাখতে হবে এবং পোশাকে থাকতে হবে ফাল্গুনের আমেজ।
৫) ফুল ছাড়া বসন্তের সাজ যেন অপূর্ণই থেকে যায়। পোশাকের সঙ্গে মিলিয়ে তাজা ফুলের গয়না পরতে পারেন। আর চুলের সাজে ফুলের ব্যবহার তো সবসময়ই অনবদ্য। মেসি বান, ফুলেল বেণি, সফট কার্ল, খোঁপা ইত্যাদি নানা স্টাইল করা যায়।।
৬) সাজের ক্ষেত্রে একটু আকর্ষণীয় রাখতে হবে এইদিন । পোশাক যেহেতু রঙিন হবে, সাজে একটু নতুনত্ব আনতে হবে। মেকআপ শুরুর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে প্রাইমার লাগিয়ে নিতে হবে অবশ্যই। সেটিং স্প্রে ব্যবহার করতেও ভুলবেন না। তাহলে সারাদিন মেকআপ ঠিকঠাক থাকবে।
Basanta Utsav Photography Idea’s For Girl’s
৭) চোখে হালকা রঙের আইশ্যাডো, মাসকারা, লিপস্টিকে ন্যুড রং ব্যবহার করতে পারেন আর গালে হালকা রঙের ব্লাশ ছোঁয়াতে পারেন। আইলাইনার টা একটু টানাটানা রাখার চেষ্টা করবেন,,
৮) সবশেষে কপালে পরুন টিপ। আর সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না যেন।
আরোও পড়ুন,
Basanta Utsav Quotes In Bengali| বসন্তের রোমান্টিক স্ট্যাটাস,শুভেচ্ছাবার্তা, মেসেজ, ক্যাপশন