Spread the love

Benefits Of Face Scrub: এক্সফোলিয়েট করা কেন জরুরি

IMG_20230503_222757-1683133112679 Benefits Of Face Scrub - এক্সফোলিয়েট করা কেন জরুরি

Benefits Of Scrubbing Face With Sugar

আজ কথা বলবো আমাদের ত্বকের জন্যে এক্সফোলিয়েট করা কেন জরুরি……ত্বক ভালো রাখতে নানা আয়োজন করে থাকে অনেকেই। কিন্তু স্ক্রাব ব্যবহার না করলে ত্বকের যত্ন অসম্পূর্ণ। কারণ, স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে নিশ্বাস নিতে সাহায্য করে। পাশাপাশি রুক্ষ ত্বক কোমল করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ,,,ত্বকের উপরিভাগে থাকা হালকা দাগ ও ময়লা দূর করে। এর পাশাপাশি ত্বকের ধরন অনুযায়ী স্ক্রাব বেছে নিতে হবে। সব ত্বকে একই স্ক্রাব উপযোগী নয়।

যাঁদের ত্বক সেনসিটিভ অথবা মিশ্র প্রকৃতির, তাঁদের ক্ষেত্রে সঠিক স্ক্রাব বেছে নেওয়া কঠিনই বটে। আবার আপনারা রেডিমেড স্ক্রাবের পরিবর্তে বেছে নেওয়া যায় ঘরোয়া উপকরণ। ওটস, কফি, কমলালেবুর খোসাগুঁড়া, চালের গুঁড়া, ইত্যাদি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।। শুধুমাত্র ফেস স্ক্রাবিংয়ের আগে নয়, পরেও প্রয়োজন ত্বকের ময়শ্চারাইজিং। কারণ স্ক্রাব করার পর সাময়িক ভাবে ত্বক শুষ এবং রুক্ষ হয়ে যায়। তাই স্ক্রাবিং করার পর অবশ্যই মুখে ময়শ্চারাইজার লাগাতে হবে।

Best Face Scrub For Glowing Skin

IMG_20230503_222809-1683133112341 Benefits Of Face Scrub - এক্সফোলিয়েট করা কেন জরুরি
কিভাবে স্ক্রাব করবেন –

স্ক্রাবিং করা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। তাই হাতে সময় নিয়ে ধৈর্য ধরে স্ক্রাবিং করুন। খুব আলতো হাতে স্ক্রাব লাগাতে হবে মুখে। কারণ মুখের চামড়া এমনিতেই নরম হয়। তাই গায়ে জোরে স্ক্রাব লাগিয়ে ঘষবেন না।।
এক্সফোলিয়েটিং আপনার ত্বককে সিল্কি নরম এবং মসৃণ রাখতে সাহায্য করে এবং ত্বকের মৃত কোষগুলিকে সরিয়ে দেয় ।

এক্সফোলিয়েটিং এর সুবিধা কি কি?
নিয়মিত স্কিনকেয়ার রুটিনের কার্যকারিতা উন্নত করে যাতে আপনি স্বাস্থ্যকর, উজ্জ্বল ত্বক থেকে উপকৃত হতে পারেন।

১. দাগযুক্ত ত্বক এবং ব্রেকআউটগুলি কম করুন
আপনার যদি ব্রণ-প্রবণ বা দাগযুক্ত ত্বক থাকে, তবে একটি ভাল এক্সফোলিয়েটিং রুটিন আপনার যা প্রয়োজন তা হতে পারে।
IMG_20230503_222822-1683133111958 Benefits Of Face Scrub - এক্সফোলিয়েট করা কেন জরুরি
আরও পড়ুন,

How To Use scrub On Face

২. আপনি যদি ব্রেক-আউটের শিকার হন, তবে এক্সফোলিয়েটিং হোয়াইটহেডস এবং ব্ল্যাকহেডস গঠন কমাতে ছিদ্র খুলে ফেলতে সাহায্য করতে পারে।

৩. এক্সফোলিয়েট করার সময়, আপনার মুখ বা শরীরকে খুব বেশি স্ক্রাব না করার জন্য অতিরিক্ত যত্ন নিন এবং নিশ্চিত করুন ।।

৪. ত্বকের হাইড্রেশন এবং আর্দ্রতার মাত্রা উন্নত করে।।
নিয়মিত এক্সফোলিয়েট করে আপনি সেই মৃত ত্বকের কোষগুলিকে শুষ্ক, ফ্ল্যাকি ত্বক অপসারণ করতে সক্ষম হয়।।



Tags – Skin Tips, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *