Spread the love

পেঁপের অনেক গুন,, যা বলে শেষ করা যাবে না…পেঁপেতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল যা ত্বক ভালো রাখতে কাজ করে। এবং পেঁপের সাহায্যে ত্বক উজ্জ্বলতা ফিরে আসে। আসুন জেনে নেওয়া যাক পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করার কিছু সহজ টিপস—

IMG_20240613_193738 Benefits Of Papaya For Skin: ত্বকের সৌন্দর্যে পেঁপের ৫ ব্যবহার

পেঁপে দিয়ে রূপচর্চা

পেঁপের গুনাগুন —-

*এটি বয়সের ছাপ কমায়।

* স্কিন টোন উন্নতো করে।

* নিয়মিত পেঁপে খাওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে।

*ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

পেঁপে ত্বকের ওপর যেভাবে ব্যবহার করবেন —-

1। মুখের সমস্ত নোংরা তোলার জন্যে প্রথমে এক চা চামচ পেঁপের পেস্ট নিয়ে এতে ২ চামচ দুধ মিশিয়ে ও এক চামচ চিনি নিতে হবে। এরপর জল দিয়ে মুখ ধোয়ার পর এই বানানো ক্লিনজার দিয়ে মুখ ঘষে পরিষ্কার করতে হবে। ৫/১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের কার্যকারী ফেসপ্যাক

2। মুখ স্ক্রাব করার জন্য পেঁপের পেষ্ট ব্যবহার করুন,,, ত্বকের উপরিভাগে জমে থাকা ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ময়লা থেকে মুক্তি পেতে ফেস স্ক্রাবও করা হয়। ত্বকের কালচে দাগ, ব্রণের দাগ, হাঁটু বা কনুইয়ের কালচে ভাব দূর করতে পেঁপে বেশ কার্যকর। কাঁচা পেঁপে ব্লেন্ডারে থেঁতো করে নিন। সঙ্গে মেশান লেবুর রস ও টক দই। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে কমবে দাগ।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পেঁপের ফেসপ্যাক ব্যবহার করুন

3। ১/৩ কাপ পাকা পেঁপের টুকরার সঙ্গে অর্ধেকটা আলুর রস নিন ,, ভালো করে মেশান। সপ্তাহে একবার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সজীব হবে।

4। তেল ভাব ত্বক থেকে দূর করতে ২ স্লাইস পাকা পেঁপের সঙ্গে ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ কফি গুঁড়ো মিশিয়ে নিন। ত্বক পরিষ্কার করে মুছে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে সামান্য জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,

Tea Tree Oil Benefits|ত্বকের যত্নে টি ট্রি অয়েলের ব্যবহার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *