Spread the love

Besan And Curd Face Pack: টক দই মুখে দিলে কি হয়

অনেকের প্রশ্ন ছিলো টক দই মুখে দিলে কি হয়? আজকে সেটির উত্তর দেবো,, ত্বকের যত্নের কথা উঠলে বেসন-এর উল্লেখ চলে আসে। এটি ত্বককে বিভিন্ন সমস্যা থেকে নিরাময় করে এবং প্রাণহীন ত্বকে উজ্জ্বলতা দেয়। ত্বকে দাগ আছে, ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে গেছে বা ট্যানিং দূর করতে চাইলে বেসন সব ক্ষেত্রেই উপকারী। তার সাথে থাকে যদি টক দই।।


IMG_20230506_124605-1683357400895 Besan And Curd Face Pack - টক দই মুখে দিলে কি হয়

টক দই দিয়ে ফর্সা

বেসনের ফেস প্যাক ( Besan Face Packs )


ব্রণর জন্য

বেসনের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ব্রণের উপর ভাল প্রভাব দেখায়। একটি পাত্রে ২ চামচ বেসন নিন এবং প্রয়োজনমতো হলুদ যোগ করে একটি পেস্ট তৈরি করুন। মুখে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। দেখবেন ব্রণ গায়েব।।
বেসন, দই আর মধু
এই তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের দাগছোপ দূর হয়ে গেছে।।

IMG_20230506_124630-1683357400592 Besan And Curd Face Pack - টক দই মুখে দিলে কি হয়

তৈলাক্ত ত্বকের যত্নে টক দই

বেসন, দই আর অ্যালোভেরা জেল

ত্বক উজ্জ্বল করতে হলে তাকে ময়েশ্চারাইজ করতে হবে। এর জন্য ২ চামচ বেসন, ৩ চামচ দই আর অ্যালোভেরা জেল প্রয়োজন।।

পদ্ধতি:
খুব ভালো হয় যদি বাড়ির অ্যালোভেরা গাছ থেকে পাতা নিয়ে তার থেকে রস নিতে পারেন। এর সঙ্গে বেসন আর দই মেশান। মিশ্রণটি মুখে মাখুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

দই আর টমেটোর রস

টম্যাটোর রস কিন্তু আপনি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতেই পারেন।টম্যাটোর মধ্যেও ন্যাচারাল ব্লিচিং এলিমেন্ট আছে, যা আমাদের মুখ পরিষ্কার করে। তাই স্কিন উজ্জ্বল হতে থাকে।
এই সবকটি উপকরণ খুব ভালো করে মেশান। এটা আপনি গরম জল দিয়েও বানাতে পারেন। মিশ্রণটা মুখে মেখে রাখুন মিনিট ৩০ মতো। তারপর ধুয়ে ফেলুন।দেখবেন ইন্সট্যান্ট একটা গ্লো পাচ্ছেন।

IMG_20230506_124552-1683357401292 Besan And Curd Face Pack - টক দই মুখে দিলে কি হয়
আরও পড়ুন,

টক দই দিয়ে ব্রণ দূর করার উপায়


তৈলাক্ত ত্বকের জন্য
বেসন দিয়ে মুলতানি মাটির ফেসপ্যাক মুখের ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে ভালো প্রভাব দেখায়। এটি তৈরি করতে, একটি পাত্রে ২ চামচ মুলতানি মাটি এবং এক চামচ বেসন নিন। ১০ থেকে ১৫ মিনিট মুখে রাখার পর ধুয়ে ফেলুন এবং মুখে ময়েশ্চারাইজার লাগান।
ত্বকের ট্যান তুলতে দই খুবই উপকারী। বিশেষ করে গরমকালে রোদের তেজে মুখ-গলা-হাত-পা-ঘাড়ের অংশে ট্যান পড়ে যায়। সেই ট্যান তুলতে সাহায্য করে টক দই। এক চামচ বেসনের সঙ্গে পরিমাণ মত টক দই ও এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। কিছুদিনের মধ্যেই উজ্জ্বলতা ফিরে পাবেন। দেখবেন পুরোনো দাগ ছোপ ও গায়েব হয়ে গেছে।।



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *