Besan Face Pack For Oily Skin: তৈলাক্ত মুখের জন্য বেসনের ব্যবহার
তৈলাক্ত মুখের জন্য বেসনের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ।।
বেসন আপনার ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। তাই আপনার তৈলাক্ত ত্বকে খুব সহজেই এই উপাদান ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকে বেসনের ফেসপ্যাক ব্যবহার করার সময়ে এর সঙ্গে মুলতানি মাটি মিশিয়েও ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
Besan Face Pack For Oily Skin At Home
বেসনের উপকারিতা কী কী?
বেসন আপনার ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে। বেসনে নানা উপকারী ভিটামিন আছে। ভিটামিন বি২ এবং বি১২ আছে। এই দুই আপনার ত্বকের জন্য খুব ভালো। বেসন ত্বক রাখে টানটান। সহজেই মুখে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বক খুব ভালো থাকে।
Besan Face Pack For Oily Ance Skin
বেসনের ফেসপ্যাক মুখে লাগানোর পর রিল্যাক্স করুন। সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করতে হবে এই ফেসপ্যাক। এতেও উপকার পাবেন আপনি।
বেসনের ফেসপ্যাক ব্যবহার করার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। এরপর টোনার এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না।
ত্বকের ধরন অনুযায়ী বেসনের ফেসপ্যাক তৈরি করুন –
শসা ও বেসনের ফেস প্যাক
শসা খুব ভালো টোনারের কাজ করে। ত্বকের ভেতরের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ও ত্বককে ভেতর থেকে ফ্রেশ রাখে। ২ টেবিল চামচ শসার পেস্ট, ১ চা-চামচ বেসন ও কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে নিন। একসঙ্গে মিশিয়ে প্যাকটি মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। এটা ত্বকের তেল কন্ট্রোল রাখে।। ত্বক থাকবে ফ্রেশ ও তেলমুক্ত।
Easy Besan Face Pack For Oily
তৈলাক্ত ত্বকের যত্নে বেসন
তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা রূপচর্চায় চন্দনের গুঁড়োও ব্যবহার করতে পারেন। চন্দন তৈলাক্ত ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি ত্বকের যাবতীয় দাগ দূর করে। ১ চামচ বেসন ও এক চামচ চন্দন গুড়ো মিশিয়ে মুখে অ্যাপ্লাই করুণ।।
মুখে বেসন ব্যবহারের নিয়ম
লেবুর রস শুধু আপনার ত্বকের টোন উজ্জ্বল করে না, বরং এর সাইট্রিক অ্যাসিডও অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে। এটি তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করে। তাই লেবুর রস মিশিয়ে বেসন দিয়ে মুখের জন্য ফেস প্যাক তৈরি করতে পারেন।।
আরও পড়ুন,
তৈলাক্ত ত্বকের জন্য বেসনের ফেসপ্যাক
Tags – Besan Face Pack , Skin Care