Spread the love

Besan Face Pack For Tan Removal: মুখের ট্যান দূর করার উপায়


এই কড়া রোদে আমাদের ত্বক স্বাভাবিক ঔজ্বল্য হারিয়ে ফেলে,, এক্ষেত্রে মুখের ট্যান সহজেই পড়ে যায়। এর জন্যে আমাদের ঘরোয়া উপায়ে কিছু টিপস্ ফলো করতে হবে – দুধ, বেসন, লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগাতে হবে। নিয়মিত এই প্যাক ব্যবহার করতে পারলে খুবই ভালো উপকার মিলবে। সহজে চামড়া কুঁচকে যাবে না।

সূর্যের প্রখর তেজের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বকের উপরিভাগ অংশই। রোদে পুড়ে ত্বকের উপর কালো ছোপ বা সান ট্যান (Sun Tan) পড়ে।


IMG_20230506_124140-1683357136495 Besan Face Pack For Tan Removal - মুখের ট্যান দূর করার উপায়

সান বার্ন দূর করার উপায়

অনেকের মুখে সান ট্যান থাকার পাশাপাশি অতিরিক্ত লোম থাকে। সেক্ষেত্রে দু’চামচ বেসনের সঙ্গে ডিমের সাদা অংশ, চিনি, ভালো করে মিশিয়ে মুখে লাগাতে হবে। এবার তা শুকিয়ে এলে ভালো করে ধুয়ে নিতে হবে মুখ। দেখবেন সব উধাও হয়ে যাবে।।


ট্যান দূর করতে – বেসন, পাকা পেঁপে ও একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার মুখে ও ঘাড়ে ভালো করে লাগিয়ে অন্তত ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ট্যান একেবারে উধাও হয়ে গিয়েছে।


IMG_20230506_124205-1683357136111 Besan Face Pack For Tan Removal - মুখের ট্যান দূর করার উপায়

হাতের ট্যান দূর করার উপায়


পেঁপে, মধু ও লেবুর রস

পেঁপে ত্বকের যত্নের জন্য একটি উপযুক্ত উপাদান । এতে রয়েছে প্যাপেইন নাম এনজাইম, যা সান ট্যান থেকে মুক্তি পেতে সাহায্য করে। শুধু তাই নয়, ব্রণের প্রবণতা ও ব্রণের দাগ পরিস্কার করতেও সাহায্য করে।


একটি পাত্রের মধ্যে এক টেবিলস্পুন পেঁপের পাল্প, ১ টেবিলস্পুন মধু ও ১ টেবিলস্পন লেবুর রস একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পেস্টটি ত্বকের যেখানে যেখানে ট্যান পড়েছে, সেখানে সেখানে প্রয়োগ করুন।


ট্যান দূর করার ঘরোয়া উপায়


IMG_20230506_124129-1683357136799 Besan Face Pack For Tan Removal - মুখের ট্যান দূর করার উপায়
আরও পড়ুন,

পায়ের ট্যান দূর করার উপায়

পরিমাণমতো বেসনের সঙ্গে অল্প দুধ মিশিয়ে নিতে হবে। তারপর মুখে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে ২০ মিনিট পর। সপ্তাহে একবার এ প্যাক ব্যবহার করা যায়। এই প্যাক ত্বকের মৃত কোষের স্তর সরিয়ে ত্বককে করে তোলে প্রাণবন্ত ও সজীব। বয়সের ছাপ কম পড়ে।


উজ্জ্বল ত্বকের জন্য: দু চামচ বেসন, এক চামচ লেবুর রস, মিশিয়ে মুখে লাগাতে হবে। মুখ ধোওয়ার পর তুলোয় গোলাপ জল নিয়ে ভালো করে লাগাতে হবে মুখের চারপাশে। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখলেই যথেষ্ট।



Tags – Skin Care, Tan Removal

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *