ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই সময় ত্বকের চাই এক্সট্রা ময়শ্চারাইজার। শীতের ঠান্ডা শুকনো বাতাস ত্বক থেকে প্রাকৃতিক তেল শুষে নেয়। অথচ ত্বক সুস্থ রাখতে তেলের এই আস্তরণ দরকার। তাই আমরা নিয়ে এসেছি তিনটি সেরা বডি লোশন যা মাখলে এই শীতে আপনার ত্বক থাকবে মসৃণ আর নরম। দেখে নিন…
1। ভেসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ ময়শ্চার বডি লোশন: ভেসলিনের ওপর আমাদের ভরসা চিরকালের, তাই ভেসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ ময়শ্চার বডি লোশন/ খাঁটি ওটসের নির্যাস দিয়ে তৈরি যা শুষ্ক ত্বককে মসৃণ করে দেয়। এর সুগন্ধি খুব সুন্দর।
2। ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন: হালকা নন-স্টিকি বডি লোশন চাইছেন, যা মাখলে ত্বক কোমল ও চকচকে দেখাবে তবে বেছে নিন ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন/ এটি পিচ মিল্কের নির্যাস, ভিটামিন ই এবং সি যুক্ত এই বডি লোশনটি ত্বকে পুষ্টি জোগায় ও ত্বক স্নিগ্ধ রাখে, ফলে ত্বক থাকে নরম আর মসৃণ।
3। NIVEA পুষ্টিকর বডি মিল্ক লোশন : নিভিয়া ডিপ ময়েশ্চার সিরাম ফর্মুলা আপনাকে 48 ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজড ত্বক দেয়। এতে আছে বাদাম তেল এবং ভিটামিন ই ত্বকের গভীর থেকে পুষ্টি জোগায় এবং মেরামত করেদৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ।
আরোও পড়ুন,
Dark Skin Facial: কালো ত্বক ফর্সা করার ফেসিয়াল