How To Use Hair Conditioner: গরমে চুল বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়…. তার জন্যে আমাদের চাই সিল্ক একটি কন্ডিশনার,,, যা চুল সবসময় মসৃণ রাখবে…. ঠিক মতো কন্ডিশনার ব্যবহার না করলে চুলে জট পরে যায় এছাড়াও চুল ছিঁড়ে যাওয়ার প্রবণতাও বাড়ে। কারন কন্ডিশনার চুলকে নরম করে এবং সুরক্ষা দেয়। এটি কিউটিকলকে বন্ধ করে দেয়। এতে চুল তাপ থেকে সুরক্ষা পায়। তবে কন্ডিশনার ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে। কন্ডিশনার ব্যবহারের সময় সঠিক নিয়ম জানা না থাকলে চুলের তেমন কোনো উপকার তো হয়ই না বরং ক্ষতিই হয়ে যায়। চুলে প্রাণ পেতে আমরা অনেকেই শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করে থাকি। বেশিরভাগ মানুষ চুলে কন্ডিশনার ব্যবহার নিয়ম জানেন না। ফলে চুল রুক্ষ হয়ে ওঠে, জটবেঁধে যায় চুল পড়েও যেতে পারে।
চুলে কন্ডিশনার ব্যবহারের নিয়ম
✓ কন্ডিশনার নির্বাচন: চুলের ধরন অনুযায়ী ভালো একটি কন্ডিশনার নির্বাচন করুন। কন্ডিশনার ব্যবহারের আগে চুলে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহারের আগে চুল থেকে জল কিছুটা ঝড়িয়ে নিন। এর পর ব্যবহার করুন। অধিক মাত্রায় দিবেন না আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী কন্ডিশনার লাগান। ২/৩ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
✓ কন্ডিশনার স্ক্যাল্পে লাগাবেন না শ্যাম্পু স্ক্যাল্পে লাগানোর জন্য আর কন্ডিশনার চুলে লাগানোর জন্য। চুল নরম আর মসৃণ রাখতে চাইলে কন্ডিশনার কখনও স্ক্যাল্পে লাগাবেন না।
চুলের জন্য সবচেয়ে ভালো কন্ডিশনার কোনটি
✓ কন্ডিশনার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না। কন্ডিশনারের সবটুকু উপকারিতা পেতে হলে তা চুলে লাগানোর পর তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন। তা হলে চুল সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি আর কন্ডিশনিং পাবে।
চুলের বেস্ট কন্ডিশনার…..
1। লরিয়াল প্যারিস ময়েশ্চার সিলিং কন্ডিশনার: 72 ঘন্টা তীব্র হাইড্রেশন অফার করে, এই কন্ডিশনার হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি যা জলে তার ওজনের 1000 গুণ ধরে রাখতে পারে, ফর্মুলা ত্বকের যত্ন থেকে অনুপ্রাণিত, সব ধরনের চুলের জন্য উপযুক্ত,, শুষ্ক ও ডিহাইড্রেটেড চুলের জন্য বেস্ট।
শুষ্ক ও কোঁকড়া চুলের জন্য কোন কন্ডিশনার ভালো
2। Tresemme কেরাটিন মসৃণ, কন্ডিশনার: এটি ফ্রিজ কমায় এবং চুলকে আরও সোজা করে তোলে। আরগান তেল ঘন এবং স্বাস্থ্যকর চুলের স্ট্র্যান্ড বাড়াতে সাহায্য করে।ফ্রিজ কন্ট্রোল: TRESemme কন্ডিশনার শুষ্ক এবং ফ্রিজি চুলের জন্য আদর্শ কন্ডিশনার। এটি আপনার চুলকে গভীরভাবে পুষ্ট করে এবং 3 দিন পর্যন্ত ফ্রিজ নিয়ন্ত্রণ করে এটিকে একটি মসৃণ চেহারা দেয়। ফ্রিজি চুলের জন্য নিয়মিত TRESemme কন্ডিশনার ব্যবহার 100% মসৃণ চুলকে আরও উজ্জ্বল করে।
আরোও পড়ুন,
Summer Skin Care: গরমে ত্বকের জেল্লা ধরে রাখার উপায়