Spread the love

আমরা মেয়েরা যতোই দামী প্রোডাক্ট দিয়ে মেকাপ করি না কেনো,, এট লাস্ট কিনতু মেকাপকে বসাতে-বলতে পারেন সেট করতে কমপ্যাক্ট পাউডারের প্রয়োজন হয়,, তবে ফেইস পাউডার যদি স্কিনে ঠিকমত না সেট হয়, তাহলে কিন্তু তা ভেসে ভেসে থাকে। এর ফলে পুরো মেকআপ টাই দেখতে তখন বেমানান লাগে। এবার আপনার প্রশ্ন কোন ফেইস পাউডার ব্যবহার করলে একটি কমপ্লিট লুক দেবে…..মুখে ভেসেও থাকবে না, তাহলে মন দিয়ে পুরো আর্টিকেল টি পড়ুন…..

IMG_20240615_171802 Best Face Powder: মেয়েদের বেস্ট কমপ্যাক্ট পাউডার

Best face powder for daily use

আপনি যদি আপনার স্কিনের চাইতে কিছু শেড লাইট কমপ্যাক্ট পাউডার সিলেক্ট করেন তাহলে আপনার ত্বক হাল্কা রঙ এর দেখাতে পারে। কমপ্যাক্ট পাউডার কেনার আগে আপনার স্কিন টাইপ এবং কভারেজ লেভেল সম্পর্কে জানুন।আপনার স্কিন যদি কিছুটা লাইটার শেডের হয় তাহলে আপনি পিংক আন্ডারটোনের শেড ব্যবহার করতে পারেন। আর আপনার স্কিন যদি কিছুটা ডিপ হয় তাহলে ইয়েলো বা অরেঞ্জ আন্ডারটোনের শেড ম্যাচ করবে।

সব ধরণের ত্বকের জন্য সেরা ফেস পাউডার

1। Lakme Absolute White Wet & Dry Compact Powder: ল্যাকমে-এর এই কমপ্যাক্ট পাউডারটি আপনার ত্বকের সঙ্গে একদম পুরোপুরি মিশে যায়,, সূর্যের রশ্মি থেকে সুরক্ষা প্রদান করতে এবং ন্যূনতম মেকআপ রুটিনের নিখুঁত আভা দিতে তৈরি করা হয়েছে। ল্যাকমে অ্যাবসোলিউট হোয়াইট ওয়েট অ্যান্ড ড্রাই কমপ্যাক্ট পাউডারটি এসপিএফ 17 দিয়ে সমৃদ্ধ। এই কমপ্যাক্ট নিয়মিত সানস্ক্রিন থেকে আপনার হোয়াইটওয়াশ না করে ক্ষতিকারক UV রশ্মি থেকে রক্ষা করতে কঠোর পরিশ্রম করে। তাই এর লাইটওয়েট এবং মসৃণ কভারেজ গভীরভাবে পুষ্ট কোমল ত্বকও প্রদান করে। এই কমপ্যাক্ট পাউডার ফর্মুলা আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এটি আপনার মেকআপকে অক্ষত রাখে এবং আপনাকে পুরোপুরি ময়শ্চারাইজড শিশিরযুক্ত চেহারা দেয়।

Best Face Powder In India

2। SUGAR Cosmetics Dream Cover Matte Compact Powder: এই কমপ্যাক্ট দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ,, একটি মসৃণ এবং হালকা অনুভূতি সহ, এই কমপ্যাক্ট পাউডারটি ত্বকে সমানভাবে পড়ে, সূক্ষ্ম রেখা এবং বলিরেখা ঝাপসা করে এবং আপনার বর্ণকে হাইলাইট করে,তেল-নিয়ন্ত্রণ কমপ্যাক্ট পাউডার SPF15 সূর্য সুরক্ষা প্রদান করে যা আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এটি প্রাকৃতিক ফিনিশ অফার করে এবং ফর্মুলা সহজেই আপনার ত্বকের টোনকে ভারী বা কেকি অনুভব না করে মানিয়ে নেয়।

আরোও পড়ুন,

Instant Glow Face Pack: ঈদের আগে ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার ৩ ফেস প্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *