Categories: Skin Care

Best Face Scrub For Men In India – ছেলেদের ত্বকের স্ক্রাব

Spread the love

Best Face Scrub For Men In India – ছেলেদের ত্বকের স্ক্রাব

Best Face Scrub For Men’s Dry Skin

মেয়েদের থেকে ছেলেদের ত্বকের স্ক্রাব বেশি প্রয়োজন,,
কারণ ছেলেরা সারাদিন কাজের চাপে রোদে পোড়া ধুলাবালি থাকে,, এই সময় তাদের ত্বকে বেশি প্রভাব পড়ে,, তবে একটু যত্ন নিলে ত্বক থাকবে সতেজ। ফেসওয়াশ তো নিয়মিত ব্যবহার করেন। পাশাপাশি মুখের ত্বকের তেলতেলে ভাব কাটিয়ে সতেজ থাকতে মাঝেমধ্যে স্ক্রাব ব্যবহার করতে হবে,, কারণ স্ক্রাব ত্বকের গভীরের ময়লা সহজেই তুলে আনে। ত্বককে সতেজ রাখে,, ‘স্ক্রাবের ভেতরের দানাদার উপাদান সহজেই মুখের ত্বকে থাকা মৃত কোষ সরিয়ে ত্বকে লাবণ্য ফিরিয়ে আনে। স্ক্রাব ব্যবহারে ব্ল্যাক হেডস হওয়ার আশঙ্কা কমে।

Best Fash Wash For Men’s Ance In India

সপ্তাহে দুই দিন মুখে স্ক্রাব করালেই ত্বক ভালো থাকবে। এ ছাড়া ভালোমতো স্ক্রাব করে নিলে শেভ করতেও বাড়তি সুবিধা মিলবে। যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যাচ্ছে তারা স্ক্রাব মাসাজের ফলে বয়সের ছাপ দূর করে ফেলতে পারেন।

ছেলেদের ত্বকের স্ক্রাব ক্রিমের নাম

ত্বকের পরিচর্যা করতে ছেলেদের তুলনায় মেয়েদেরকেই বেশি দেখা যায়। মুখে স্ক্রাবিং করা যেমন মেয়েদের জন্য উপকারী, তেমনই ছেলেদের জন্যেও উপকারী। এতে ত্বকের কোষগুলি পরিস্কার থাকে। মরা কোষ নির্মূল হয়ে যায়। ত্বক ভিতর থেকে পরিস্কার থাকে।

শেভিং করার সুবিধা –

১) শেভিং করার পর স্ক্রাবিং করলে ছেলেদের মুখের ত্বক অনেক বেশি পরিস্কার থাকে।

২) ক্লিনজারের থেকেও ভালো ত্বক পরিস্কার হয় স্ক্রাবিংয়ের মাধ্যমে।

৩) স্ক্রাবিংয়ের মাধ্যমে অ্যাকনে থেকেও মুক্তি পাওয়া যায়।

৪) নিয়মিত স্ক্রাবিং করলে আপনার মুখে বয়সের ছাপ পড়বে না। অনেক বেশি ইয়ংগার লাগবে।

বাড়িতেও ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাবিং করতে পারেন –

১/ এক টেবিল চামচ ওট নিয়ে তার সঙ্গে এক চা-চামচ মধু মিশিয়ে পেস্ট বানান। এবার সেটা মুখে ঘষে মিনিট দুই পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝক করছে।।
২/ পরিমাণমতো ক্লেনজিং মিল্ক নিয়ে তার সঙ্গে ওটস মিলিয়ে মুখে মাখুন। স্ক্রাব করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

৩/ পাতিলেবুর রস, মধু, হলুদ, দুধের সর, টকদই— এইসব উপকরণ একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই সবক’টি উপাদানই ত্বকের পরিচর্যায় দারুণ ভাবে কাজে লাগে।

কোন কোন সময় স্ক্রাব করবেন না-
ত্বকের ট্যান দূর করতে, মরা কোষ তুলে ত্বকের জেল্লা ফেরাতে ও আরও হাজারটা সমস্যার সমাধান রয়েছে ফেস স্ক্রাবিংয়ে। তবে যদি ত্বক খুব রুক্ষ বা শুষ্ক হয়ে থাকে কিংবা ত্বকে কোনও র‍্যাশ বা অ্যালার্জি দেখা দেয়, তাহলে সেই অবস্থায় একেবারেই স্ক্রাব করবেন না।

বাজারে সেরা ছেলেদের স্ক্রাব-

১:Biotique Bio Papaya Revitalizing Tan Removal Scrub

এই ফ্যাশ স্ক্রাবিং ত্বকের পরিষ্কার,কালো দাগ, ব্ল্যাকহেড এবং ডি-ফ্লেক্স দূর করতে এবং প্রতিরোধ করতে সাহায্য করে। এবং ত্বকের ভেতর থেকে নোংরা দূর করে দেয়।।


ছেলেদের ত্বকের বেস্ট স্ক্রাব

২:mCaffeine Coffee Face Scrub (100gm) for Exfoliation and Tan Removal | Removes Blackheads and Excess Oil |

এই ফ্যাশ স্ক্রাবিং আছে প্রাকৃতিক উপাদান রয়েছে।যা ত্বকের পরিষ্কার,কালো দাগ ও ব্ল্যাকহেড দূর করে।।এবং ত্বকের ভেতর থেকে নোংরা দূর করে দেয়।।

আরও পড়ুন,


৩:Ustraa Face Scrub -100g – De-Tan Face scrub for men, Exfoliation and tan removal with Bigger Walnut Granules

এই ফ্যাশ স্ক্রাবিং মরা চামড়া দূর করে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং অতিরিক্ত তেল,কালো দাগ দূর করতে সাহায্য করে। সান ট্যানের বিরুদ্ধে লড়াই করে এবং দূষণ, সূর্যের ট্যানিং ও ময়লা দূর করতে সাহায্য করে৷ ত্বকের ph নিয়ন্ত্রণ করে এবং মৃত ত্বকের কোষ দূর করতে সাহায্য করে।



Tags – Face Scrub
         Skin Tips
Bristy

Leave a Comment

Recent Posts

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

60 mins ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

1 hour ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

9 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

23 hours ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

1 day ago

Himalaya Anti Wrinkle Cream: বলিরেখা কমানোর বেস্ট ক্রিম

আজকাল রোদের তাপে, ধুলো বালি দূষণের কারণে বয়স না হতেই বয়স্ক লাগে অনেককে। মুখে চটজলদি…

1 day ago