Spread the love

Best Fash Wash For Glowing Skin – উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেস ওয়াশ

আমাদের প্রত্যেকেরই ত্বকের ধরন আলাদা আলাদা হয়। প্রথমেই নিজের ত্বকের ধরন সম্পর্কে জানতে হবে,,বুঝে নিতে হবে আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক নাকি সাধারণ। সেই মতো প্রোডাক্ট ব্যবহার না করলে তেমন কোনও উপকারই মেলে না। উলটে ত্বকের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।


IMG_20230223_113232-1677132173974 Best Fash Wash For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফ্যাশ ওয়াশ

Best Fash Wash For Glowing Skin in Bengali

ত্বক নিয়ে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। কারও তৈলাক্ত ত্বকের সমস্যা কারও আবার রুক্ষ তো কারও নর্মাল। প্রত্যেক ত্বকেরই রয়েছে ভিন্ন ভিন্ন সমস্যা। ত্বকের প্রথম পরিচর্চাই হলো ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,, আপনি নোংরা ফেঁসে যতোই ক্রীম মাখুন না কেনো সেগুলো কোনোটাই কাজে আসবে না।। কিন্তু তারপরেও আপনার মন খুঁতখুঁত করছে তাই তো? মুখ সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না বলেও মনে হচ্ছে? মুখ ধোওয়ার আগে নিজেদের ত্বকের ধরন সম্পর্কে আপনার সঠিক ধারণা না থাকলে এই দুই প্রশ্ন মনে আসা অসম্ভব কিছুই না। তাই ঘন ঘন মুখ ধোওয়ার পরিবর্তে আগে জেনে নিন ত্বকের ধরন। এবার ত্বকের ধরন অনুযায়ী পরিষ্কার করুন আপনার মুখ। বাজার চলতি কেমিক্যাল প্রোডাক্টের ব্যবহার করে হয়রান,, তবে আপনার ত্বক অনুসারে কোন ফেস ওয়াশ ব্যবহার করবেন সেটির কথাই আজকে বলবো –


IMG_20230223_113213-1677132175214 Best Fash Wash For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফ্যাশ ওয়াশ
আরও পড়ুন,

Best Fash Wash For Glowing Skin For Dry Skin

ত্বকের যত্নের (Skin Care) প্রথম নিয়ম হল ত্বককে গভীর ভাবে পরিষ্কার করা। ধরুন আপনি বাইরে থেকে এসেছেন কিংবা আপনি কোনও অনুষ্ঠানে যাবেন বলে মেকআপ শুরু করছেন, এই সব ক্ষেত্রে সবার আগে আপনাকে ত্বক পরিষ্কার করতে হবে। ত্বক পরিষ্কার করলে ত্বকের মধ্যে থাকা ধুলো, বালি, ময়লা দূর হয়ে যাবে। উজ্জ্বলতায় ভরপুর, তেলমুক্ত ত্বক! কিন্তু মিনিটপাঁচেক যেতে না যেতেই মুখ ঢেকে যায় তেলে, আমরা বেশ কিছু বাছাই করা ফেসওয়াশ পেয়েছি যা বিশেষভাবে তৈলাক্ত ত্বকের জন্যই তৈরি, আর এ সব ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে ব্রণ বেরোবে না, ত্বকও ঝকঝকে দেখাবে। জেনে নিন ত্বকের যত্ন নিতে সেরা পাঁচটি ফেসওয়াশের হদিশ –

Best Fash Wash For Glowing Skin For Pimples

1। সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ – সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ/ Simple Daily Skin Detox Purifying Facial Wash আপনার ত্বকে কোমলভাবে পরিষ্কার এর কাজ করে,, গভীর থেকে তেলময়লা আর মেকআপের অবশেষ পরিষ্কার করে ত্বক ডিটক্স করে। অ্যালকোহল-বেসড ফেসওয়াশ এটি নয় তাই নিশ্চিন্ত ব্যবহার করুন।। কোমল এই ফেসওয়াশটি আপনার মুখের সমস্ত তেল আর ব্রণর সমস্যার দেখভাল করবে। কয়েকদিনেই ত্বক চোখে পড়ার মতো ঝকঝকে পরিষ্কার আর তেলমুক্ত হয়ে যাবে।।

IMG_20230223_113125-1677132175761 Best Fash Wash For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফ্যাশ ওয়াশ

Top 5 Best Fash Wash For Glowing Skin

2। ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ – তেলতেলে ব্রণভরা ত্বকের জন্য জেল-বেসড ক্লেনজার সবচেয়ে ভালো। একবার ব্যবহার করে দেখুন ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ/ Lakmé Blush & Glow Kiwi Crush Gel Face Wash কিউয়ি ফলের নির্যাস আর কোমল স্ক্রাবিং বিডস যুক্ত এই ফেসওয়াশটি আপনার মুখ থেকে সমস্ত তেলময়লা ঘষে তুলে দেবে আর ফলের মিষ্টি তরতাজা সুগন্ধ আপনার সঙ্গী হয়ে থাকবে দিনভর।। এই ফেসওয়াশ এর মধ্যে দানাদারানা স্ক্রাবের মত নির্জাস আছে যা ভেতর থেকে আপনার ত্বকের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে।।

IMG_20230223_113049-1677132174793 Best Fash Wash For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফ্যাশ ওয়াশ

Best Fash Wash For Glowing Skin For Teenage Girl


3। পন্ড’স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ-
আপনার মুখে ব্রণর যত সমস্যাই থাক, পন্ড’স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ/ Pond’s Pimple Clear Face Wash. ব্যবহার করলে ব্রণ কমতে বাধ্য! দারুণ কার্যকর এই ফেসওয়াশটিতে রয়েছে অ্যাকটিভ থাইমো-টি এসেন্স ফরমুলা যা আপনার ত্বক করে তুলবে পরিষ্কার আর ব্রণমুক্ত।।

IMG_20230223_113022-1677132174996 Best Fash Wash For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফ্যাশ ওয়াশ

4। মামাআর্থ ভিটামিন সি ফেসওয়াশ– mamaearth Vitamin C face wash আপনার ত্বকের যত্নে সেরা একটি ফেসওয়াশ।। এই ফেসওয়াশটি আপনি গরমেও ব্যবহার করতে পারবেন।। আপনার ত্বকের ভেতরে থাকা সমস্ত নোংরা অনায়াসেই বের করে দিবে।।

IMG_20230223_112955-1677132175979 Best Fash Wash For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফ্যাশ ওয়াশ
আরও পড়ুন,

Best Fash Wash For Whitening And Glowing Skin

5। হিমালয় নিম ফেসওয়াশ – আমরা সবাই জানি নিম পাতায় অনেক ঔষধি গুণ রয়েছে যা অনেক আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। এই নিম ফেস ওয়াশ টি ত্বকের সমস্যাগুলি দূর করতে সক্ষম।। আপনারা জানেন যে, নিম গাছ, পাতা, ফুল, মূল সবই ত্বক সম্পর্কিত সমস্যার ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। বিজ্ঞানীর মতে নিম পাতাগুলিতে সর্বাধিক মানের গুণ রয়েছে। এর পাতা পিষে এবং এটি অন্যান্য গুল্মের সাথে মিশিয়ে ত্বকে ফেস প্যাক হিসাবে ব্যবহার করলে ত্বকের সাথে সম্পর্কিত সমস্যাটি শেষ হয়। তাই Himalaya face wash ব্যবহার করলে আপনার ত্বকের থেকে তেলভাব ব্রণ সবকিছু দূর হবে।।

IMG_20230223_112926-1677132174570 Best Fash Wash For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফ্যাশ ওয়াশ


গ্লো স্কীন পেতে আপনারা এই বেস্ট ফেস ওয়াশগুলি ব্যবহার করুন।। নিজেই ফলাফল দেখুন……. ধন্যবাদ……




By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *