Spread the love

Best Fash Wash For Oily Skin: তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো

নিজের ত্বক যেমন সেই অনুযায়ী আপনাকে ফেসওয়াশ কিনতে হবে। গরমকাল এলেই ঘামে ভিজে ত্বক চিটচিটে হয়ে থাকে। যাঁদের ত্বক খুব তৈলাক্ত, গরমকাল এলেই ত্বকে ময়েশ্চারাইজার লাগানো এড়িয়ে যান। তৈলাক্ত ত্বকের বিশেষ যত্নের প্রথম ভুলটি এখান থেকেই শুরু হয়। ত্বক বেশি তৈলাক্ত হলে ব্রণ, ফুসকুড়ির সমস্যাও বাড়বে। আর তাই ফেসওয়াশ কেনার আগে সাবধান।


IMG_20230504_214151-1683216741571 Best Fash Wash For Oily Skin - তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো

Best Fash Wash For Oily Skin And Pimples

তৈলাক্ত ত্বকের যত্ন –


১) বার বার মুখ ধোয়া: ত্বক তৈলাক্ত হলে বার বার মুখ ধুবেন।। যেনো ধুলো বালি জমে না থাকে।।তাই দিনে ২-৩ বারের বেশি মুখ ধোয়া ভাল।


২) ভারী ক্লিনজার ব্যবহার করা: তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অনেকেই ভারী ক্লিনজার ব্যবহার করে থাকেন। উল্টে এতে ত্বকের ক্ষতি হতে পারে।

Best Fash Wash For Oily Skin And Pimples For Female

৩) এসেনশিয়াল অয়েল ব্যবহার না করা: তৈলাক্ত ত্বকের পিইচ ভারসাম্য ঠিক রাখতে ল্যাভেন্ডার অয়েল, রোজমেরি অয়েলের মতো জিনিস ব্যবহার করা প্রয়োজন।


৪) যাঁদের ত্বক মিশ্র প্রকৃতির তাঁরা জেল বেস যে কোনও ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।


তৈলাক্ত ত্বকের জন্য সেরা ফেসওয়াশ


IMG_20230504_214210-1683216741314 Best Fash Wash For Oily Skin - তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো
Read More,

Best Fash Wash For Oily Skin In Summer

নিউট্রোজিনা অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ খুব ভালো তৈলাক্ত ত্বকের জন্য। আমার খুবই প্রিয় Neutrogena Oil Free Acne Wash এই ফেইস ওয়াশটি নিয়ে।

আমাদের ত্বকের যে অতিরিক্ত সেবাম প্রোডাকশন হয়ে থাকে তা কনট্রোল করতে এটি দারুণ ভাবে সহায়ক।

এতে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড 2%, সোডিয়াম সি 14-16 ওলেফিন সালফোনেট এর মত দারুণ সব ইনগ্রিডিয়েন্টস, যা ব্রণের সমস্যার সমাধানে কার্যকরী।

স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করে। এটি অ্যালকোহল ফ্রি একটি ফেইস ওয়াশ। একদম ত্বকের ক্ষতি করে না।। ব্রেকআউট প্রতিরোধ করতেও এটি খুবই কার্যকরী।

Tags – Best Fash Wash , Skin Care Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *