অনেক দিনের ক্রিম, ধুলোবালি ইত্যাদি ত্বকের ওপর জমতে জমতে তৈরি হয় মৃত কোষ। ভালো করে ফেস ওয়াশ দিয়েও মুখ ধুলে এই মৃত কোষ গুলো উঠে না ,, আর যাঁদের তৈলাক্ত ত্বক তাদের তো ত্বকে নানান সমস্যা লেগেই থাকে,, কারণ, তৈলাক্ত ত্বকে অতিরিক্ত সিবাম নিঃসৃত হয়। এর ফলে ধুলাবালু আর ময়লা বেশি আটকায়।
কিভাবে বাড়িতে এক্সফোলিয়েট করবেন
তাই শুধু ফেসওয়াশ নয় ত্বককে গভীরভাবে পরিষ্কার করার জন্য এক্সফোলিয়েট দরকার। এতে দূর হবে ত্বকের ফ্লেকিনেস। বাজারে অনেক ধরনের এক্সফোলিয়েটর কিনতে পাওয়া যায়। তবে এর থেকে ঘরে তৈরি এক্সফোলিয়েট বেটার। নীচে ঘরে তৈরি ৩ ফেস স্ক্রাব দাওয়া হলো……
ত্বক এক্সফোলিয়েট করার উপকারিতা
—ত্বকের মৃত কোষ সরিয়ে দেয়
ত্বকের গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে
ত্বক টানাটান রাখে
ঘরে বসে মুখ স্ক্রাব করার উপায়
ত্বকের রক্ত সঞ্চালন ভাল হয়
ত্বক উজ্জ্বল রাখে
ব্রণ হওয়া থেকে আটকায়
ঘরে বসে স্ক্রাব বানানোর উপায়
1। ওটমিল ও কলা ত্বকের আর্দ্রতা ফেরায় এই এক্সফোলিয়েট,, এই প্যাক সব ধরনের ত্বকের জন্যই প্রযোজ্য। একটি হাফ কলা ম্যাস করে নিন,, সঙ্গে দুই টেবিল চামচ ওটমিলের গুঁড়া ভালো করে মিশিয়ে নিন,, এটি মুখে ম্যাসাজ করে রেখে দিন ৫ মিনিট,, সুখিয়ে গেলে ধুয়ে ফেলুন।
2। পেঁপে – লেবুর স্ক্রাব2 চামচ পেঁপের পেস্ট ও ১ চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান,, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন,, দেখবেন কিছু দিনের মধ্যে আপনার ত্বক কতো উজ্জ্বল ও কোমল হয়ে গেছে।
ত্বককে এক্সফোলিয়েট করার জন্য ৩ সেরা ফেস স্ক্রাব
3। কফি, চিনি ত্বকের গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে এই প্যাক,,ত্বকের রোমকূপে ও ত্বকের উপরে যে ময়লা জমে তা পরিষ্কার করা প্রয়োজন। কফি ও চিনি এক সঙ্গে মিশিয়ে মুখে লাগান,, দেখবেন ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে ও মুখের বাড়তি ময়লা সরিয়ে দিয়েছে । ফলে ত্বক থাকবে উজ্জ্বল ও সুন্দর।
আরোও পড়ুন,
Home- made Hair Fall Hair Mask: চুল পড়া বন্ধ করার হেয়ার মাস্ক
Curd Face Pack Benefits: গরমে টক দই দিয়ে রূপচর্চা