Spread the love

Best Night Cream For Glowing Skin : উজ্জ্বল ত্বকের জন্য সেরা নাইট ক্রিম


উজ্জ্বল ত্বক পেতে অবশ্যই আপনাকে নাইট ক্রিম ব্যবহার করতে হবে।। নয়তো ত্বকের যত্ন ঠিকঠাক হবেনা।। সারাদিনের ব্যস্ততার মাঝে সময় না পেলেও রাতের স্কিন কেয়ার রুটিন কখনওই এড়িয়ে যাওয়া উচিত নয়। ত্বকের ড্যামেজ রিপায়েরিং এর জন্য দরকার নাইট টাইম স্কিন কেয়ার। কেননা আমাদের ত্বকের যে রিপেয়ারিং ক্ষমতা আছে, তা সবচেয়ে বেশি কার্যকরী হয় রাতেই। তাই রাতের স্কিন কেয়ার রুটিনে ভালো একটি নাইট ক্রিম থাকা খুবই জরুরি। তাই আজকে আমরা জানব বেস্ট নাইট ক্রিম এর কথা, যা আমাদের ত্বককে করবে কোমল এবং উজ্জ্বল।


IMG_20230506_191359-1683380814404 Best Night Cream For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা নাইট ক্রিম

বিশ্বের সেরা নাইট ক্রিম

নাইট ক্রিমের গুন –
এটি ত্বকের ভিতরের অংশে পুষ্টি পাঠিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। পাশাপাশি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে চামড়া টানটান রাখে।

IMG_20230506_191348-1683380814872 Best Night Cream For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা নাইট ক্রিম

তৈলাক্ত ত্বকের জন্য সেরা নাইট ক্রিম

উজ্জ্বল ত্বকের জন্য সেরা নাইট ক্রিমের নাম –



1। Mamaearth Overnight Repair Face Cream –

মামাআর্থ ওভারনাইট রিপেয়ার ফেইস ক্রিম স্কিন রিপেয়ারিং এর জন্য রাতের ফেইস ক্রিম হিসেবে খুবই ভালো একটি অপশন। এতে আছে সিলিকন এবং প্যারাবেন ফ্রি ।।

যেমন
শিয়া বাটার
অ্যালমন্ড অয়েল
ডেইজি ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট
এছাড়াও এই ফেইস ক্রিমটিতে থাকা শিয়া বাটারে আছে ভিটামিন-ই, যা ত্বককে করে উজ্জ্বল এবং মসৃণ। আর শিয়া বাটারের অ্যান্টি ব্যাকটরিয়াল প্রোপার্টিজ ত্বককে ব্রণ কিংবা একনের মতো সমস্যা থেকে দূরে রাখে। নাইট ক্রিমটিতে থাকা স্যাফরন এক্সট্র্যাক্ট ত্বকের পিগমেন্টেশন দূর করে এবং স্পট রিমুভিং এ কাজ করে থাকে।

বাজারের সেরা নাইট ক্রিম

IMG_20230506_191633-1683380815505 Best Night Cream For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা নাইট ক্রিম

নাইট ক্রিম কোনটা ভালো

2। Simple Kind To Vital Vitamin Night Cream

এই নাইট ক্রিমটিতে রয়েছে
ভিটামিন বি -৫
ভিটামিন ই
ল্যাকটিক এসিড
সোডিয়াম ল্যাকটেড
এই নাইট ক্রিমটি ত্বকের হাইপারপিগমেন্টেশন, এইজ স্পট দূর করে ত্বকের আনইভেন টোন ঠিক করতে সাহায্য করে। ত্বককে রাখে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড।

IMG_20230506_191608-1683380815318 Best Night Cream For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা নাইট ক্রিম


3। Biotique Bio WheatGerm Night Cream
এই নাইট ক্রিমটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী।। স্বাভাবিক কিংবা শুষ্ক সব ত্বকের জন্য উপযুক্ত,
হুইট জার্ম , বাদাম তেল, সূর্যমুখী এবং ভিটামিনের সাথে মিশ্রিত, এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এটি ‘স্কিন ক্লিনজিং’ করে এবং ময়শ্চারাইজ করে।।

4। Lakme Absolute Perfect Radiance Skin Lightening Night cream

এই নাইট ক্রিমটি, আপনার ত্বককে মশ্চোরাইজ ও রিপেয়ার করার পাশাপাশি ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে ভূমিকা পালন করে থাকে।এটি নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বকের রং হালকা করে।

Best Night Cream For Oily Skin

IMG_20230506_191559-1683380815105 Best Night Cream For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা নাইট ক্রিম

শুষ্ক ত্বকের জন্য সেরা নাইট ক্রিম


নাইট ক্রিম ব্যবহারের নিয়ম

আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা কিনা নাইটক্রিমের সঠিক ব্যবহার সম্পর্কে তেমন একটা অবগত নয়।
প্রথমে রাতে ঘুমাতে যাবার আগে আপনার ত্বককে একটি ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিন।
ক্লিনজিং করার পর ত্বকে একটি ভালো মানের টোনার লাগিয়ে ফেলুন। অবশ্যই আন্ডার আই ক্রিম ব্যবহার করবেন এবং সাথে ত্বক এ যেখানে যেখানে কালো দাগ রয়েছে তার উপর আন্ডার আই ক্রিম লাগাবেন।।
সবশেষ এ হাতে নাইট ক্রিম নিয়ে তা আলতো করে মুখে এবং গলায় লাগাবেন।

আরও পড়ুন,



Tags – Skin Care, Skin Tips, Night Cream

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *