Spread the love

Best Night Cream For Glowing Skin – বিশ্বের সেরা নাইট ক্রিম কোনটি! দেখে নিন একবার!


Best night cream for glowing skin in India : আমরা তো সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমরা কতো পরিচর্যা করি …!! তবে আমরা তো সবাই কাজের চাপে ত্বকের যত্ন নিতে পারিনা…. তাই সবচেয়ে বেশি কার্যকরী হয় রাতের বেলা। দিনের কর্ম ব্যস্ততা, সূর্যের আলোর প্রভাব আর ধুলাবালির কারণে আমাদের ত্বক হয়ে যায় ড্যামেজড। আর এই ড্যামেজ রিপায়েরিং এর জন্য দরকার নাইট টাইম স্কিন কেয়ার। এই সময়ে ত্বক পুনর্গঠিত হয়।


IMG_20231012_003614-1697051814403 Best Night Cream For Glowing Skin - বিশ্বের সেরা নাইট ক্রিম কোনটি! দেখে নিন একবার!

Best Night Cream For Oily Skin

নাইট ক্রিম সারারাত ধরে ত্বকের পরিচর্চা করে। এটি ত্বকের ভিতরের অংশে পুষ্টি পাঠিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। পাশাপাশি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে চামড়া টানটান রাখে।


তাই রাতের স্কিন কেয়ার রুটিনে ভালো একটি নাইট ক্রিম থাকা খুবই জরুরি। তাই আজকে আমরা জানব ৫টি নাইট ক্রিম এর কথা, যা আমাদের ত্বককে করবে কোমল এবং উজ্জ্বল করতে সাহায্য করে..!!

Best Night Cream For Dry Skin

১/ Mamaearth Overnight Repair Face Cream

মামাআর্থ ওভারনাইট রিপেয়ার ফেইস ক্রিম স্কিন রিপেয়ারিং এর জন্য রাতের ফেইস ক্রিম হিসেবে মামাআর্থ ওভারনাইট রিপেয়ার ফেইস ক্রিমটি খুবই ভালো এতে আছে সিলিকন এবং প্যারাবেন ফ্রি…!! এই ফেইস ক্রিমটিতে আছে

শিয়া বাটার

অ্যালমন্ড অয়েল

ডেইজি ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট

স্যাফরন এক্সট্র্যাক্ট

গ্লিসারিন

অ্যাকুয়া

যা ত্বকের যত্নে দারুন কাজ দেয়..!!


IMG_20231012_003553-1697051814167 Best Night Cream For Glowing Skin - বিশ্বের সেরা নাইট ক্রিম কোনটি! দেখে নিন একবার!

Best night cream for glowing skin dermatologist recommended


২/ Simple Kind To Vital Vitamin Night Cream

আমরা কমবেশি সবাই সিম্পল এর প্রোডাক্ট ব্যবহার করে থাকি, আর এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী ।। এই নাইট ক্রিমে আছে ত্বকের জন্য বিভিন্ন উপাদান। ভিটামিন বি -৫

ভিটামিন ই

ল্যাকটিক এসিড

সোডিয়াম ল্যাকটেড

হাইড্রোঅক্সাইড গ্লিসারিন


IMG_20231012_003516-1697051813607 Best Night Cream For Glowing Skin - বিশ্বের সেরা নাইট ক্রিম কোনটি! দেখে নিন একবার!

Best night cream for Women

এতে থাকা ভিটামিন বি-৫ ত্বককে করে সফট এবং স্মুদ।

এই নাইট ক্রিমটি ত্বকের হাইপারপিগমেন্টেশন, এইজ স্পট দূর করে ত্বকের আনইভেন টোন ঠিক করতে সাহায্য করে।

ত্বককে রাখে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড।

খুবই লাইট ফর্মুলা হওয়ায় স্কিনকে ময়েশ্চারাইজড করে কোনো তেলতেলে ভাব ছাড়াই।


আরোও পড়ুন,

Best Toner For Glowing Skin In India – তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট টোনার



৩/ ল’রিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম (Loreal Paris White Perfect Night Cream):

এই ক্রিমটি খুব হালকা হওয়ার কারণে ত্বকের সাথে দ্রুত মিশে যায়। বলিরেখা দূর করার পাশাপাশি ত্বকের ওপর থাকা দাগ দূর করতে সাহায্য করে থাকে।

সেরা নাইট ক্রিম কোনটি

৪/ পন্ডস গ্লোড র‍্যাডিয়েন্স ইউথফুল নাইট ক্রিম (Ponds Gold Radiance Youthful Night Repair Cream):


পন্ডস ক্রিমটির ট্রেক্সার ঘন ,, কয়েক মিনিটের মধ্যে ত্বকের সাথে মিশে যায়। ত্বক ময়েশ্চারাইজ করে ত্বকে সাথে সাথে একটি গ্লো নিয়ে আসে। ত্বকে স্বাস্থ্যজ্বল গ্লো নিয়ে আসে ত্বক তেলতেলে না করে।

নাইট ক্রিম কী-কী উপকার করে…!!


ডার্ক সার্কেলের সমস্যা-


ঘুম না হওয়ার কারনে অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে। এমন পরিস্থিতিতে নাইট ক্রিম ব্যবহার করুন… এটি ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।


৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম


দাগ দূর করে-

অনেক সময় ব্রণ মুখে জেদি দাগ রেখে যায়। এমন অবস্থায় নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকের দাগ দূর হয়। এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।


ব্রণ সাড়ায়-

নাইট ক্রিম ব্রণর সমস্যাকে নির্মূল করতে সাহায্য করে।

ট্যান দূর করে-

নাইট ক্রিম ব্যবহার করে ত্বকে ট্যানের সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও ওই ক্রিমচি আপনাকে ক্ষতিকারক UV রশ্মির ক্ষতি থেকেও রক্ষা করে। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ফর্সা করতেও দারুণ সাহায্য করে নাইট ক্রিম।


আরও পড়ুন,

Glycolic Acid Benefits For Skin – উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করুন



Tags – Skin Care, Skin Tips, Night Cream

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *