Spread the love

Best Products For Oily Skin And Pimples – তৈলাক্ত ত্বক ও ব্রণের দাগের জন্য সেরা প্রোডাক্ট


তেলতেলে ত্বকের জন্য সঠিক প্রোডাক্ট খুঁজতে অনেকে হয়রান।। তার কারণ তেলতেলে ত্বকের সমস্যা অনেক। পরিচর্যায় একটু ভুল হলে বা ভুল প্রডাক্ট মেখে ফেললে ত্বকের রোমছিদ্র বন্ধ হয়ে ব্রণয় ভরে যাবে গোটা মুখ!

তবে এর জন্য সকালে আর রাতে ত্বক পরিচর্যার জন্য আলাদা আলাদা রুটিন মেনে চলতে হবে,,, তা হলে এ সব সমস্যার অনেকগুলোই সামলে নিতে পারবেন।


IMG_20230625_150032-1687685444617 Best Products For Oily Skin And Pimples - তৈলাক্ত ত্বক ও ব্রণের দাগের জন্য সেরা প্রোডাক্ট

dermatologist recommended skin care routine for oily acne-prone skin

যে কোনও ধরনের ত্বকের যত্নেরই প্রথম ধাপ হল ত্বক পরিষ্কার করা। সারা রাত ধরে মুখে যে তেলময়লা জমেছে, সকালে মুখ ধোওয়ার সময় তা পরিষ্কার হয়ে যায়। এর জন্য আপনি ব্যাবহার করুন পন্ড’স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ/ Pond’s Pimple Clear Face Wash মুখের বাড়তি তেল কমায়, ব্রণ বেরোতেও দেয় না। খুব ভালো কাজ দেয় তেলেতেলে ত্বকের জন্য।।

Oily Skin Care Product for daily use


টোনার লাগান

ত্বকে তেলের ভারসাম্য রক্ষার জন্য বেছে নিন ওয়াটার-বেসড অ্যালকোহল মুক্ত টোনার। এর জন্যLakme Absolute Pore Fix Toner তেলতেলে ত্বকের জন্য খুব ভালো। এই টোনার আপনার মুখের রোমছিদ্র খুলে ভেতরে জমে থাকা ধুলোময়লা বের করে দিয়ে রোমছিদ্র সংকুচিত করবে।।


তৈলাক্ত ত্বকে ব্রণের দাগ দূর করার উপায়

ময়শ্চারাইজার মাখুন

হালকা জেল-বেসড ময়শ্চারাইজার আপনার ত্বক আর্দ্র আর তেলমুক্ত রাখবে দিনভর। Pond’s Super Light Gel Oil Free Moisturiser-এ দুটি উপাদানই রয়েছে। তার সঙ্গে রয়েছে গ্লিসারিন যা আপনার ত্বককে সারাদিন আর্দ্র আর তরতাজা রাখবে। এটি আমি নিজেই ব্যবহার করি।। বয়সের ছাপ কমানোর জন্য বেস্ট।।

সানস্ক্রিন মাখুন

বাইরে বেরোনোর 15 মিনিট আগে সানস্ক্রিন মেখে নিন, তারপর প্রতি দু’ থেকে তিন ঘণ্টা অন্তর নতুন করে লাগান। রোদ থেকে ত্বক সুরক্ষিত রাখতে মাখতে পারেন পন্ড’স সান প্রোটেক্ট নন-অয়েলি সানস্ক্রিন এসপিএফ 50/ Pond’s Sun Protect Non-Oily Sunscreen SPF 50


Best skincare products for oily skin in India

কাজ শেষ এ বাড়ি ফিরে দিনের শেষে মুখের যাবতীয় মেকআপ আর জমে থাকা ধুলোময়লা তুলে ফেলার আদর্শ উপায় হল অ্যালকোহলহীন মিসেলার ক্লেনজিং ওয়াটার। এটি মেকআপ তুলে ফেলতে পারে, ত্বকে প্রদাহও হয় না।


IMG_20230625_150008-1687685444254 Best Products For Oily Skin And Pimples - তৈলাক্ত ত্বক ও ব্রণের দাগের জন্য সেরা প্রোডাক্ট

তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে ভালো ক্রিম কোনটি

আই ক্রিম

প্রতিদিনের ত্বক পরিচর্যার রুটিনে আই ক্রিম রাখা খুব দরকার। চোখের চারপাশের পাতলা কোমল ত্বক যাতে টানটান, পেলব আর সুরক্ষিত থাকে, তার জন্য আই ক্রিম সারা রাত ধরে কাজ করবে। Lakme Absolute Argan Oil Radiance Night Revival Eye Crème ব্যবহার করুন, এটি আপনার চোখের নিচের অংশ উজ্জ্বল রাখবে, কাছে ঘেঁষতে দেবে না ডার্ক সার্কলকে। এছাড়াও আপনি আপনার পছন্দসই আই ক্রিম ব্যাবহার করতে পারেন।।

নাইট ক্রিম/সিরাম

আপনার বয়স বা ত্বকের ধরন যেমনই হোক না কেন, আজই ত্বক পরিচর্যার দৈনিক রুটিনে যোগ করুন নাইট ক্রিম বা সিরাম। এটি নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে মসৃণ আর উজ্জ্বল।


এগুলো মেনে চলুন আমি কথা দিচ্ছি আপনার ত্বকের যাবতীয় সব সমস্যা ধীরে ধীরে কমে আসবে……ত্বকের যত্ন নিন ত্বক আপনাকে দ্বিগুণ সুন্দর ফেস ফেরত দেবে…..!!!!


Read More,

Skin Care product For Women : What are the 5 basic of skin care with products



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *