Spread the love

আমাদের এই জেনারেসেনে চোখের নিচে কালো দাগ কমবেশি সকলের আছে…. কারও কাজের চাপে, আবার কারো ঘুমের অভাবে, টেনসেনে চোখের নীচে কালো দাগ পড়ে যায়….. ডার্ক সার্কেল হলে সবার আগে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। তাই ডার্ক সার্কেল হলে সেটি আগে উধাও করতে হবে….সেজন্য আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন বেছে নিতে হবে। থাকতে হবে মানসিক চাপমুক্ত। এছাড়া খাবারের ক্ষেত্রেও হতে হবে সচেতন……

IMG_20240806_195951-edited Best Remedy For Dark Circles: ঘরোয়া উপাদানেই দূর হবে ডার্ক সার্কেল

ডার্ক সার্কেল দূর করার জন্য খাবার পাতে বেশি বেশি করে ভিটামিন বি এবং সি যুক্ত খাবার খেতে হবে….কমলা, লেবু, জাম্বুরা, তরমুজ ইত্যাদি ফল খাবেন । এর পাশাপাশি ডার্ক সার্কেল দেখা দিলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে হবে। এতে এই সমস্যা দূর করা সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়-

ডার্ক সার্কেল থেকে মুক্তির উপায়

১. আই মাস্ক: ডার্ক সার্কেল দূর করার জন্য সপ্তাহে একদিন আই মাস্ক ব্যবহার করবেন। তার জন্য লাগবে – নারিকেল তেল- কয়েক ফোঁটা,,লেবুর রস- কয়েক ফোঁটা, এলোভেরা জেল- ২ চা চামচ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চোখে অ্যাপ্লাই করুন…. অন্তত ২০ মিনিটের জন্য রেখে দেবেন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

২. গ্রেট করা আলু: কাঁচা আলুর রস আমাদের ডার্ক সার্কেল দূর করে…. কাঁচা আলুর টুকরা চোখের ওপর দিয়ে রাখুন,,২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন…নিয়মিত এভাবে ব্যবহার করলে উপকার পাবেন দ্রুতই।

ডার্ক সার্কেল দূর করার সহজ উপায়

৩. টমেটো: আই টোনার হিসেবে টমেটো একটি দারুন উপাদান। লেবুর রস এবং টাটকা টমেটোর রস মিশিয়ে প্রতিদিন চোখের নিচে ম্যাসাজ করুন। কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন।

৪. রাতে আইক্রিম ব্যবহারের পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা। রাতে শুতে যাওয়ার আগে অবশ্য়ই আই ক্রিম লাগিয়ে নিন। এই আইক্রিমে যেন ভিটামিন সি, হায়ালুরোনিক অ্যাসিড ,, আঙুলের সামান্য চাপে মাসাজ করে নিন। তারপর ময়শ্চারাইজার লাগিয়ে শুতে যেতে পারেন।

. গোলাপ জল ও শসার রস: এই দুই উপাদানের গুণাবলীর শেষ নেই। গোলাপ জল ও শসার রস আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। তা রিফ্রেশ করে। এছাড়া ত্বকের জেল্লা ফেরাতেও সাহায্য করে। একটি কটন বল গোলাপ জল ও শসার রসে ভিজিয়ে নিন। সেটি চোখের চারপাশে ভালো করে লাগিয়ে নিন। এবার ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,

Face Cream: ৩ বেস্ট ফেস ক্রিম যা ব্যবহারে মুখ একদম ঘামবে না

Monsoon Skin Care|৪ টিপস্: যেভাবে বর্ষাকালে ত্বকের যত্ন নিবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *